রেমা চা বাগানের ২ দিনের কর্ম বিরতির পর ১১ দফা দাবি মেনে নিলেন বাগান কর্তৃপক্ষ

লিটন মুন্ডা,লস্করপুর ভ্যালী প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ১১২০ Time View

চা শ্রমিক ডটকমঃহবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নের চা শ্রমিকদের কর্মবিরতি নিয়ে চলছে ১১ দফা দাবি সরেজমিনে জানা যায় যে রেমা চা বাগানের শ্রমিকগণ দীর্ঘদিন ধরে সেই মালিক কর্তৃপক্ষ কাছ থেকে বাগানের শ্রম আইনে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন । শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য বাগান কর্তৃপক্ষ কে বারবার লিখিত অভিযোগ করেও কোনো সুষ্ঠু সমাধান না পাওয়ায় ।

গত ১১ অক্টোবর ২০১৯ তারিখে ১১ দফার দাবিটি লিখিত আকারে পেশ করেন । দীর্ঘ ১০ দিন অতিবাহিত হবার পর বাগান কর্তৃপক্ষ থেকে সুষ্ঠু সমাধান না পাওয়ায় ২ দিন পর্যন্ত কর্মবিরতি ঘোষণা দেয়। পরবর্তীতে বাগান কর্তৃপক্ষের সঙ্গে আজ দুপুর ১২ ঘটিকায় শ্রমিকদের কেন্দ্রীয় কমিটি যুগ্ন সাধারণ সম্পাদক নৃপেন পাল এর ৪ সদস্য বিশিষ্ট বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসছেন। দীর্ঘ পাঁচ ঘণ্টা আলোচনার ফলে বাগান কর্তৃপক্ষ চা বাগানের শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়।

১/ ২০১৭-১৮ ইংরেজি সনের চুক্তি মোতাবেক বকেয়া টাকা পাওয়া।
২/ডিপেন্ডেন্ট রেশন দেওয়া হউক
৩/ মাটির দেওয়ালের কাঠ সহ টিনএর ব্যবস্থা করা।
৪/অস্থায়ী কর্মীদের স্থায়ী করা।
৫/ ট্রাক্টর এর ড্রাইভার দের। যোগালীদের সঠিক মজুরি মাসিক করা।
৬শ্রমিকদের মজুরি মাসিক করা।
৭/ অবসরপ্রাপ্ত স্থায়ী কর্মীদের বদলে কাজ দেওয়া।
৮/ চা শ্রমিকদের বাগানের ওষুধ দেওয়ার ইনফর্ম দেওয়া।
৯ চিকিৎসা সহায়তা দেওয়া।
১০/মেডিকেলের দায়ীদের মাসিক মজুরি দেওয়া।
১১/মেডিকেলে প্রশিক্ষণার্থী চিকিৎসক দেওয়া।

এই ১১ টি বিষয়ের উপর আলাপ-আলোচনার মাধ্যমে কর্তৃপক্ষ মেনে নিয়েছেন তা বাস্তবায়ন করতে কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি করেন বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিপেন পাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category