চা শ্রমিক ডটকম, নিজস্ব প্রতিবেদকঃ বালীশিরা ভ্যালীর অন্তরগত মাজদিহি চা বাগানের ফাড়ী ফুলছড়া চা বাগানের। হরি নারায়ণ রিকমুন (৪৫) পিতাঃ মৃতম সমরা রিকমুন নামের এক চা শ্রমিকের গলায় রশিতে ফাঁস লাগানো মৃত অবস্থায় বাগানটির ৬ নং শেকশনে একটি তিশমা গাছে ঝুলন্ত অবস্থায় সকালে কাজে যাওয়া শ্রমিকদের মধ্যে একজন দেখতে পায়।খবর পেয়ে শ্রীমঙ্গল থানা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
যানাযায় মৃত হরি নারায়ণ রিকমুন বাগানটির ব্যাবস্থাপকের বাংলোতে পানি বহনের কাজ করত গতকাল সাপ্তাহিক তলব শেষে বাড়ীর বাজার নিয়ে বাড়ীতে দিয়ে পার্শবর্তী গারোলেনে মেয়ের যাবার কথাবলে আনুমানিক রাত্র ৮টার দিকে বাড়ী হতে বের হয়। সেখানে তাহার স্ত্রীও রয়েছে।
এবিষয়ে বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি লক্ষন বাউরীর সাথে কথাবলে যানাযায় মৃত হরি নারায়ণ রিকমুন বিগত মাসেক খানেক যাবৎ প্রায় মানোষিক ভারসাম্য হীনতায় ভুগছিল বাগানের কারো সাথেই মনোমালিন্য ছিলনা সকলের সাথেই ভাল সুসম্পর্ক ছিল হঠাৎ এমন ভাবে মৃত্যুর ফলে পুরো বাগানের শ্রমিকরা শোকাহত হয়েছে মৃত্যুকালে তাহার ৩ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।
Leave a Reply