চা শ্রমিক ডটকমঃবাংলাদেশ কৃষি প্রধান দেশ এই দেশে গ্রামে গঞ্জে পশুপাখি হাস মুরগী পালন করা হয় উন্নত চিকিৎসা ও সচেতনতার অভাবে প্রতি বছর মারা যায় এসব প্রাণী , এ দেশের বেকারের সংখ্যা অনেক বেশি তাই সিলেট চা জনগোষ্ঠী ছাত্র যুব কল্যান পরিষদ, সংগঠনের বেকার যুবক যুবতীদের জন্য একটি প্রশিক্ষনের আয়োজন করা হয় প্রশিক্ষনের বিষয়বস্তু ছিল গরু মোটাতাজা করন আর এটি বাস্তবায়ন করেন যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র, এবং প্রশিক্ষনের দায়িত্বে ছিলেন মোঃ তবিবুর রহমান খাঁন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ অফিস ও হাসপাতাল, প্রশিক্ষন চলাকালীন সেখানে আরো উপস্থিতি ছিলেন সিলেট চা জনগোষ্ঠী ছাত্র যুব কল্যান পরিষদের সভাপতি দিলিপ রঞ্জন কুর্মী, সিনিয়র সহ-সভাপতি বরুণ সিং ছত্রী, কার্যনির্বাহী সম্পাদক সুজিত বাড়াইক, খাদিম চা বাগানের মেম্বার আতাউর রহমান শামীম, চাজকপ সমবায় সমিতির লাক্কাতুরা চা বাগান শাখার ফিল্ড অফিসার বিক্রম রায়, হিলুয়াছড়া শাখার ফিল্ড অফিসার রঙ্গিলা মুন্ডা,আরো উপস্থিতি ছিলেন ভেস্টিজ মার্কেটিং প্রাইবেট লিমিটেডের ডিসটিবিউটার মো জালাল উদ্দিন,সহ সুয়েল তানভীর প্রমুখ ।।
Leave a Reply