চা শ্রমিক ডটকমঃ সিলেট সদর উপজেলার দলদলী চা বাগানে দলদলি যুব সংঘের উদ্যোগে আন্ত:দলদলী যুব সংঘ ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার সম্পন্ন হয়েছে । বিকেলে দলদলী চা বাগানের পূর্ব শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন- সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ।
ট্রাইব্রেকারে মাধ্যমে ২-১ গোলের ব্যবধানে খেলায় বিজয়ী হয়- দলদলি যুব সংঘ এসি মিলান, রানার্স আপ হয় দলদলি মুসলিম লাইনের লামিয়া টু আংকেল। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হয় লিটন দাস।
দলদলি চা বাগানের বিশিষ্ট ব্যবসায়ী গৌতম দাসের সভাপতিত্বে ও দলদলী যুব সংঘের সভাপতি মনোরঞ্জন দাসের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী সুদেন দাস, কাউন্সিল আব্দুর রকিব তুহিন, ৬নং ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রমেশ মুন্ডা, ৫নং ওয়ার্ড আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, দলদলী চা বাগানের স্টাফ গোলাম মর্তুজা চৌধুরী বেলাল, ইউপি মেম্বার আবুল কাশেম চৌধুরী খালেদ, হরিচরণ দাস, রিপন কুর্মি, রাম বাহাদুর প্রমুখ।
খেলা পরিচালনা করেন- দলদলী যুব সংঘের সহ সভাপতি শক্তি ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক বিকাশ রঞ্জন মুন্ডা, শ্যামল মুন্ডা, সুমন দাস, অপু দাস, সঞ্জয় শীল বুরনশীর
Leave a Reply