চা শ্রমিক ডটকমঃমিয়ানমারে স্বেচ্ছা প্রত্যাবাসনই রোহিঙ্গা সঙ্কটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শুক্রবার) আজারবাইজানের রাজধানী বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনের প্লেনারি সেশনে তিনি এ মন্তব্য করেন।
‘সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জগুলোর প্রতি সমন্বিত ও পর্যাপ্ত সাড়াদান নিশ্চিতে বানদুংয়ের মূলনীতিগুলো সমুন্নত রাখা’ শীর্ষক এই সেশনটি বাকু কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয়ে রেখেছি। আমাদের দেশ ও আশপাশকে অস্থিতিশীল করে তোলার সম্ভাবনা রয়েছে এর। এ সংকট সমাধানে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইতে বাধ্য হয়েছি। রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে নিজ গৃহে নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদার সাথে স্বেচ্ছায় ফিরে যাওয়া হলো এ সংকটের একমাত্র সমাধান”
শেখ হাসিনা বলেন, “রোহিঙ্গা সংকট একটি রাজনৈতিক বিষয় এবং এর শিকড় মিয়ানমারের গভীরে প্রোথিত। সেই অনুযায়ী, এর সমাধান মিয়ানমারের ভেতরে পেতে হবে।”
ন্যাম সম্মেলনের ফাঁকে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ
এদিকে, ন্যাম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ রোহিঙ্গা সংকট নিরসনে মালয়েশিয়া ও আসিয়ান সদস্যরা কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন।
মাহাথির মোহাম্মদ বলেন, “মালয়েশিয়া ও আসিয়ান দেশগুলো প্রয়োজনীয় (রোহিঙ্গা সংকট সমাধানের জন্য) সবকিছু করবে।”
“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছিল এবং এটাকে বিচারের আওতায় আনা উচিত”, যোগ করেন তিনি। মালয়েশিয়া কক্সবাজারে ফিল্ড হাসপাতাল চালিয়ে যাবে বলেও বৈঠকে জানিয়েছেন মাহাথির।
বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের পররাষ্ট্র সচিব শহিদুল হক জানান, বৈঠকে অস্থায়ীভাবে রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য প্রস্তুত করা ভাসানচর সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করার জন্য অনুরোধ করেন মাহাথির।
এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা তাকে ভাসানচরে রোহিঙ্গাদের সুরক্ষা এবং অন্যান্য সম্পর্কিত বিষয় এবং কক্সবাজারে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানান।
Leave a Reply