চা শ্রমিক ডটকমঃ হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা আজ রোববার। এই পূজা কালীপূজা নামেই বেশি পরিচিত।
হিন্দুধর্মাবলম্বীদের কাছে শ্যামা হচ্ছেন অশুভ ধ্বংসকারী শক্তির দেবী। সব অন্ধকার দূর করে জগতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন শ্যামা মা,।
শ্যামাপূজা উপলক্ষে আজ সন্ধ্যায় সারা বাংলাদেশ ও ভারতে বিভিন্ন মন্ডপে এবং ঘরে ঘরে মঙ্গল প্রদীপ জ্বালানোর মাধ্যমে দীপাবলি ও উদযাপিত হবে। বিভিন্ন মন্দিরে মেলাঙ্গনে দেশ ও জাতির মঙ্গল কামনায় আজ সন্ধ্যা ছয়টায় সহস্র প্রদীপ প্রজ্বালন করা হবে। রাত নয়টায় হবে শ্যামাপূজার মূল আনুষ্ঠানিকতা। পুষ্পাঞ্জলি হবে রাত সাড়ে এগারোটার দিকে।
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে রাত সাড়ে নয়টায় পূজা এবং রোববার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে হবে পুষ্পাঞ্জলি অনুষ্ঠান। পরদিন ভোর ৫ টায় হবে প্রসাদ বিতরণ।
Leave a Reply