চায়ের দেশ সিলেটের চুনারুঘাট উপজেলার গিলানী চা বাগান যুব উন্নয়ন সংগঠনের উদ্যেগে ” রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্ট – ২০১৯”এর শুভ উদ্ভোধন হয়েছে ।
৩রা নভেম্বর ২০১৯ রবিবার উদ্ভোধনী খেলাটি গিলানী চা বাগানের মাঠে অনুষ্ঠিত হয়।
শুভ উদ্ভোধনে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মো: আবু তাহের, ৪নং পাইকপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মো: শামচ্ছুজামান শামীম, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মো: ওয়াহেদ আলী মাষ্টার, দেউন্দি চা বাগানের সহকারী ব্যবস্থাপক শ্রী দেবাশীষ চন্দ্র রায়, দেউন্দি চা বাগানের স্টাফ সুনীল বিশ্বাস, গিলানী চা বাগানের টিলা ক্লার্ক জনাব মো: শামীম আহমেদ চৌধুরী, অনিল কুমার সৃংহা, শুভ বাউরী, হাজিরা ক্লার্ক শ্রী সৃজলভ চন্দ্র দত্ত, ডা: প্রদীপ বুনার্জী, গিলানী চা বাগানের। সভাপতি অমল ভূমিক, দেউন্দি চা বাগানের সভাপতি প্রবির বুনার্জী, দাড়াগাঁও চা বাগানের সভাপতি প্রেমলাল আহির, সজল চৌহান, স্বরূপ বুনার্জী, বাসুদেব উরাং, সাংবাদিক বাবলু তন্তবায় দীপু , লিটন সাংবাদিক লিটন মুন্ডা চা বাগানের সর্দার, ইউপি সদস্য, এবং মুরব্বীয়ান সহ মান্যগণ্য ব্যাক্তিরা।
৪নং পাইকপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মো: শামচ্ছুজামান শামীম গিলানী চা বাগান একাদশকে জার্সী প্রদান করেন এবং ভালো খেলা পরিবেশনা সৃষ্টির উৎসাহ দেন।
শুভ উদ্ভধনী খেলাতে অংশগ্রহন করেন যে দু’টি শক্তিশালী দল। তারা হলো ৪ নংপাইক পাড়া ইউনিয়নের দেউন্দি চা বাগান একাদশ বনাম সাঁটিয়াজুড়ী ইউনিয়নের দাড়াগাঁও চা বাগান একাদশ।
আজকের উদ্ভোধনী খেলাতে সভপত্বিত করেন গিলানী চা বাগানের সহকারী ব্যবস্থাপক জনাব মো: ফরাদ হোসাইন এবং খেলাটি পরিচালনা করেন জনাব মো: আনুয়ার আলী, দু’জন সহকারী পরিচালক জনাব মো: শামছুল হক ও জনাব মো: আতাউর রহমান।
খেলাটির শুভ উদ্ভোধন হয় ৪.১০ মিনিটে এবং খেলার শুরু থেকে শেষ পর্যন্ত কোনদিকে গোল না হওয়াতে ট্রাইব্র্যাকরের মাধ্যমে খেলার সমাপ্তি করা হয়।
ট্রাইব্র্যাকরে দেউন্দি চা বাগান একাদশ ০৪-০১ গোলে দাড়াগাঁও চা বাগান কে হারিয়ে জয়ীলাভ করেন।
খেলাটি দর্শকদের উৎসাহ উদ্দীপনায় তাদের খু্ব মুখরিত ছিলো।
Leave a Reply