1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে সার্বজনীন মঙ্গচন্ডি ও ভৈরব মন্দিরে ৪র্থ বারের মতো চুরি

সুদিপ কৈরী, বালিশীরা ভ্যালী প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৯৩২ Time View

মৌলভীবাজার জেলার অধিনস্ত শ্রীমঙ্গল উপজেলার, সাত গাঁও চা বাগান, পশ্চিম আলিশারকুল, বড় পাড়ায় চতুর্থ বারের মতো শ্রী শ্রী সার্বজনীন মঙ্গলচন্ডি ও ভৈরব মন্দিরে চুরি করা হয়।
শ্রীমঙ্গল উপজেলার, সাত গাঁও চা বাগান, পশ্চিম আলিসারকুল ,বড় পাড়ায় আজ ৪/১১/২০১৯ ইং তারিখ রোজ সোমবার ভোর সকাল প্রায় ৫.০০ টার সময় স্থানীয় ভক্তবৃন্দরা পূজা করতে শ্রী শ্রী সার্বজনীন মঙ্গলচন্ডি ও ভৈরব মন্দিরে যায় এবং উক্ত স্থানে গিয়ে উনারা দেখতে পান কে বা কাহারা যেন শ্রী শ্রী সার্বজনীন মঙ্গলচন্ডি ও ভৈরব মন্দিরের গ্ররীল ও দান বাক্স ভেঙ্গে টাকা পয়সা ও পূজার সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

উক্ত বেপারে শ্রী শ্রী সার্বজনীন মঙ্গলচন্ডি মন্দিরে সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র পাল বলেন আমরা অনেক দিন যাবত অনেক সুখ শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করে আসছি কিন্তু এই কয়েক বছর থেকে এই পর্যন্ত আমাদের মন্দিরে চার বার চুড়ি হয়েছে আমরা সবাই তার সঠিক বিচার চাই যাতে ভবিষ্যতে এই রকম আর না হয়।

সাত গাঁও ইউ.পি ও ভুনবীর ইউ .পি টি এস এস এর সভাপতি মহেশ বেসরা ও রুপন ভট্টাচার্য বলেন আমাদের এই মন্দিরের নতুন করে চুড়ি হয় নি এই টা ৪ বারের মতো তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ততি দ্রুত গতিতে অপরাধিকে গ্রাপ্তার করে আইনের আওতায় এনে সঠিক বিচার করার জন্য।

এই বেপারে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি সহ সভাপতি ও সহ সম্পাদক সুদীপ কৈরী ও সবুজ অলমিক বলেন আমরা নিজে মন্দিরে গিয়ে দেখলাম অত্যান্ত দুঃখের বিষয় এই শ্রী শ্রী সার্বজনীন মঙ্গলচন্ডি ও ভৈরব মন্দিরে এই পর্যন্ত চার বার চুড়ি হয়েছে । আমার সবাই প্রসাশনের সঠিক পদক্ষেপ নেওয়া জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি । উনারা আরো বলেন আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা লাগবে আমার করবো।

উক্ত বেপারে শ্রীমঙ্গল থানার এসআই সুমন চন্দ্র হাজরা বলেন উক্ত ঘটনা আসলে অত্যান্ত দুঃখ জনক আমরা খুব দ্রুত এর সঠিক পদক্ষেপ নিচ্ছি বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি