চা শ্রমিক ডটকমঃ ভূরভুড়িয়া ইয়াং স্টার সমাজ উন্নয়ন সংগঠন এর উদ্যোগে অসহায় এক চা শ্রমিকে উনার মা’র মৃত্যুর আত্মার শান্তি ও বৈষ্ণব সেবা দেওয়া জন্য এক বস্তা চাল সাহায্য প্রদান করা হয়।
শ্রীমঙ্গল উপজেলার, ভূরভুরিয়া চা বাগানের অসহায় চা শ্রমিক সজল রিকিয়াসন এর মা লক্ষ্মী রিকিয়াসন (৫০) হঠাৎ মৃত্যু বরণ করেন যার ফলে উনাদের পরিবারের অবস্থা খুবই সুচনিয় হয়ে যায়। উক্ত বেপারটা ভূরভুড়িয়া ইয়াং স্টার সমাজ উন্নয়ন সংগঠন জানার পর আজ ৮/১১/২০১৯ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১১.০০ ঘটিকার সময় লক্ষী রিকিয়াসন (৫০) এর আত্মার শান্তি ও বৈষ্ণব সেবা দেওয়া জন্য উনার নিজ ছেলে সজল রিকিয়াসন কে এক বস্তা চাল সাহায্য প্রদান করেন।
উক্ত বিষয়ে ভূরভুড়িয়া ইয়ং ইস্টার সমাজ উন্নয়ন সংগঠন এর সভাপতি রিপন মৃধা বলেন আমাদের এই সংগঠন বহূদিন থেকে বিভিন্ন ধরনের সমাজ উন্নয়ন মুলক কাজ করে আসছে এবং ভবিষ্যতেও আমরা দেশ ও সমাজের মানুষের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কাজ করবো বলে প্রত্যাশী। তিনি আরো সজল রিকিয়াসন এর পরিবারের উদ্দেশ্যে বলেন আমরা আজ শুধু নয় ভবিষ্যতেও আপনাদের পাশে আছি থাকবো যে কোন প্রয়োজনে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা পাবেন। আর্থিক সাহায্য এবং চাল প্রদানের সময় উপস্থিত ছিলেন ভূড়ভুড়িয়া ইয়াং স্টার সংগঠন এর সভাপতি রিপন মৃধা, সাধারণ সম্পাদক রাজু রিকিয়াসন, কৃষ্ণা মুন্ডা, প্রদিপ রিকিয়াশন, কান্ত দাস, অাকাশ ভর, গবিন্দা দাস, রামলাল দাস,সাজু দাস, . বিশু রিকিয়াশন. আকাশ ভর প্রমূখ।
Leave a Reply