গুরু সেবা সংগের ভক্তবৃন্দের আয়োজনে অষ্টপ্রহর সংকীর্তন সম্পর্ণ

কালাচান কর্মকার,সিলেট ভ্যালী প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৮৯৭ Time View

গোয়াইঘাটে পশ্চিম জাফংল লুনি গ্রামে কালাচাঁদ মন্দিরে শ্রী শ্রী অষ্টপ্রহর সংকীর্তন হয় এ বছরের প্রথম দিকে শুরু হয়।নাম সংকীর্তন যে সকল ভক্ত ভগবানের নাম ও লীলা ভগবানের গুনগান করেন,তা-ই কীর্তন অর্থাত সুর লয় তাল ও দিয়ে ভগবানের নাম গুন গান করাই কীর্তন, আর এই কীর্তন বহুলোক একত্রিত হয়ে উচ্চস্বরে করে থাকে তখন তাকে বলা হয় সংকীর্তন,বৈষ্মবগনের মতে কলি যুগে শ্রেষ্ট ধর্মই হচ্ছে এই নাম সংকীর্তন।
কলিকালে এই সংকীর্তন করলে যাগ যজ্ঞ ইত্যাদি ফল লাভ করা যায় সংকীর্তনের মাধ্যমে। ভগবানের প্রতি মনের আকুলতা উদয় হলে আপন হৃদয়ে যে স্বার্থশূন্য বিমল ভাবের উদয় হয়,তাই ই হলো রতি বা ভক্তি।আর ভগবানের এই রতি গারো হলেয় তাকে বলে প্রেম,যারা প্রকৃত ভক্ত তারা কামনা করেন না ,কারন কামনা ও এক ধরনের স্বার্থপরতা তাদের মতে ভগবানই এক মাত্র কাম্য বস্ত।তারা ভগবান ব্যতীত আর কিছুই চাই না,

Please Share This Post in Your Social Media

More News Of This Category