দামুদর ব্রুত অনুষ্ঠান জাফলং নকশিয়ার পুঞ্জি যাদব প্রভু বাড়ি

কালাচান কর্মকার,সিলেট ভ্যালী প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৭৫৫ Time View

কার্তিক মাসের লক্ষী পূর্ণিমা দিয়ে শুরু হয় দামুদর মাস ও তিতি পূর্ণিমা দিয়ে শেষ হলো এবারের দ্রামুদর মাস।বারো মাসের মধ্যে কার্তিক মাস হলো সপ্তম মাস।এই মাস টি খুব গুরুত্বপূর্ণ, পূর্ণ অর্জনের জন্য এই মাস খুভ উপযোগী এই মাসে অনেকে ব্রুত করেন পূর্ণ অর্জনের জন্য।অনেকে আবার সারা মাস নিরামেস আহার করেন,আবার কার্তিক মাস বিষ্ণু ও শিব ভক্তদের আনুকূলো ও তাই শিব ও বিষ্ণুর মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম হয়ে থাকে।কার্তিক মাসে দ্বিপ জালালে ভগবানের কৃপা লাভ করা যায়।অনেক সময় আবার কিছু কাজের ফলে নরক বাস থেকে রক্ষা পাওয়া যায়।কার্তিক মাসে আবার অনেকে ব্রুত করেন।শাস্ত্র মতে কার্তিক মাসে কিছু খাবারে বিধি নিষেদ রয়েছে যা আমাদের মেনে চলা উচিত। মেনে চললে তোমার ও তোমার পরিবারের জন্য তা মঙ্গলময়।

এবার জাফলং এর বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় দামুদর ব্রুত জাফলং চা বাগানে মাঝলাইন ও নয় নম্বর, পশ্চিম জাফলং দক্ষিণ প্রতাপুর ও লুনি এবং জাফলং নকশিয়ার পুঞ্জিতে অনুষ্ঠিত হয়।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category