চা শ্রমিক ডটকম,সকালে গরম চা তে চুমুক মানেই গলায় ক্যান্সার, চাঞ্চল্যকর তথ্য দিলো নতুন গবেষণা- সকাল,বিকেল আয়েস করে গরম গরম চায়ের কাপে চুমুক দেন না এমন বাঙ্গালী খুব কমই চোখে পড়ে।হালকা গরম চা কম পরিমানে খান তাতে ক্ষতি নেই।কিন্তু সাবধান,অতিরিক্ত গরম চা পান থেকে বিরত থাকুন।নাহলে হতে পারে ভয়াবহ কন্ঠনালীর ক্যান্সার।আমেরিকান ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে করা গবেষণা অন্তত সেকথাই বলছে।
এই গবেষনায় বলা হয়েছে, গরম চায়ে কন্ঠ নালীতে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় ৯০ শতাংশ।৬০ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম চা কোনও ব্যক্তি যদি দিনপ ৭০০ এমএল পান করেন তাহলে তার গলার ক্যান্সারের কবলে পড়ার ঝুঁকি বেশি।উত্তর-পূর্ব ইরানের প্রায় ৫০ হাজার মানুষের ওপর গবেষণা চালিয়ে এই তথ্য পাওয়া গিয়েছে।
Leave a Reply