চা শ্রমিক ডটকম,গতকাল ২৩ শে নভেম্বর
সকাল ১০ ঘঠিকায় জশনে জুলুস লম্বাবিল গাউছিয়া চিশতীয়া মাদ্রাসা প্রাঙ্গণ হতে বের হয়ে শান্তিহাট বাজার প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।
বিকেল ৪ থেকে শুরু হয়ে রাত ১০টায় সুন্দর ভাবে সম্পন্ন হয় লম্বাবিল বাইতুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় লম্বাবিল গাউছিয়া চিশতিয়া সুন্নীয়া মাদ্রাসার ময়দানে পবিত্র ঈদে মিলাদুন নবী (স:) মাহফিল। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এম আবু তৈয়ব সাহেব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আল আমিন বারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব মাওলানা আবদুল আজিজ আনোয়ারী রেজভী সাহেব। এতে বিশেষ আলোচক হিসেবে তকরীর পেশ করেন, লম্বাবিল বাইতুন নুর জামে মসজিদের সম্মানিত খতিব হযরাতুলহাজ্ব জসীম উদ্দীন আল-কাদেরী সাহেব এবং লম্বাবিল গাউছিয়া চিশতিয়া সুন্নীয়া মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা ইসমাইল হোসেন মুনিরী সাহেব, আরো উপস্থিত ছিলেন লম্বাবিল গাউছিয়া চিশতিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব এনাম উদ্দীন সাহেব,প্রবাসী ইউসুফ সাহেব,বিশিষ্ট ব্যবসায়ী এজাহার মিয়া,প্রবাসী আহমদ রহিম,প্রবাসী এম জসীম উদ্দীন, এম সোলাইমান প্রমুখ । সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম নেছারিয়া আলিয়া মাদ্রাসা কৃতি ছাত্র হা:ইমরান উদ্দীন, নাত পরিবেশনায় ছিলেন হা:মামুনুল হুদা পারভেজ।
Leave a Reply