নালুয়া ধর্মনাথের সার্বজনীন দূর্গা মন্দিরের ভিত্তি প্রস্থর উদ্ভোধন

লিটন মুন্ডা,লস্করপুর ভ্যালী প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ১০৮৯ Time View

চা শ্রমিক ডটকমঃ অাজ ২৪ শে নভেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের ধর্মনাথ দূর্গা মন্দিরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়।

প্রায় ১০০ বছরের অাগের প্রাচীন পুরাতন এবং নালুয়া চা বাগানের প্রথম দূর্গা মন্দির ছিল ধর্মনাথের দূর্গা মন্দির কাল চক্রে অাবহাওয়ার পরিবর্তের সাথে সাথে মন্দিরে বিভিন্ন অংশ ধসে পড়তে থাকে। সেই থেকে চা শ্রমিকদের মাঝে মন্দিরের পুর্ননির্মাণের উদ্যেগ গ্রহণ করে। গত মার্চ মাসে মন্দিরের ভাঙ্গানো হয়। চা শ্রমিকদের সাপ্তাহিক বেতনের ২০ টাকা হারে কর্তনের জমা টাকা দিয়ে এই দূর্গা মন্দিরের নির্মাণের কার্যক্রম শুরু হয়।

উক্ত মন্দির নির্মাণের কমিটির সভাপতি মাখন গোস্বামী বলেন, ” ধর্মনাথের দূর্গা মন্দির নির্মাণ হচ্ছে সম্পূর্ণ চা শ্রমিকদের নিজেস্ব অর্থে তিনি অারও জানান নির্বাচনের পূর্বে নেতাদের মন্দিরের নির্মাণের কাজে অার্থিক সহযোগীতা প্রতিশ্রুতি দিলেও চা শ্রমিকরা এখন পর্যন্ত কোন ধরনের সাহয্য পায় না।,

ধর্মীয় শাস্ত্রীয় অনুযায়ে পৌরিহিত দ্বারা চা শ্রমিকদের ভীড়ে অাজ সকাল ১১ টায় দূর্গা মন্দিরের ভিত্তি প্রস্তরের উদ্ভোধন করেন – ২নং অাহম্মাদাবাদেরর ৮ নং ওয়ার্ডের মেম্বার – মাখন গোস্বামী, ৮ নং ওয়ার্ডের মেম্বার – নটবর রুদ্র পাল, সাবেক বাগান পঞ্চায়েত সভাপতি -স্বপন তাঁতী এ সময় অারও উপস্থিত ছিলেন – বাবু সজল তাঁতী, দেবদাস উরাং, বাবু বদরুল হোসেন দোয়া, বাবু অাউলাদ হোসেন সাজান, সুশিল মৃর্ধা, সুনীল মুন্ডা, খিরুদ তাঁতী, সাংবাদিক লিটন মুন্ডা, মন্টু তাঁতী, কালী তাঁতী, নূরজিত তাঁতী প্রমূখ।

আনুমানিক ৭০ লক্ষ টাকা ব্যায়ে এ দূর্গা মন্দিরের ভবন নির্মান করা হবে। নির্ধারিত চাঁদা টাকা দিয়ে নির্মাণের কাজ কষ্ট সাধ্য হতে পারে বলেই অন্যান্য পার্শবর্তী সকাল চা বাগানের চা শ্রমিক এবং দানশীলদের সাহয্য চেয়েছেন চা শ্রমিকবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category