চা শ্রমিক ডটকমঃহবিগঞ্জ চুনারুঘাট উপজেলা লালচান্দ চা বাগানে বাংলাদেশ বাউরী সমাজ বাইশি সম্মেলন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত বাইশি সম্মেলন আলোচনা সভা সাফল্যমন্ডিত করতে গত শনিবার ২৩ নভেম্বর থেকে বাউরী সমাজ মোরব্বি ও সমাজপতিরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
২৪ নভেম্বর রবিবার বিষ্ণু পূজার মাধ্যমে বাংলাদেশ বাউরী সমাজ বাইশি সম্মেলন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং বাউরী সমাজের কৃষ্টি আলচার ও বাউরী সমাজের পেশা কি এ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা আলোচনা সভা মোরব্বি ও সমাজপতি বক্তব্যে প্রকাশ করেন।
আরো বাউরী সমাজ শক্তিশালী উন্নয়ন করার লক্ষ্যে বাউরী সমাজের যুবকেরা বক্তব্য রাখেন। বাংলাদেশ বাউরী সমাজ বাইশি সম্মেলন আলোচনা সভা প্রধান অতিথি মধুদল এর সাধারণ সম্পাদক বাবু ধনা বাউরী আরো বিভিন্ন চা বাগান থেকে বাউরী সমাজের সকল সমাজপতি ও মোরব্বীরা ও বাউরী সমাজ সকল ছেলে মেয়েরা উপস্থিত।
Leave a Reply