জাগছড়া চা বাগানে প্রাইজমানি অান্তঃ চা বাগান ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন

লিটন মুন্ডা,লস্করপুর ভ্যালী প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৭২০ Time View

চা শ্রমিক ডটকমঃ গতকাল২৪ শে নভেম্বর রোজ রবিবার শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের ৬ নং মাঠ প্রাঙ্গণে খেলোয়াড়রা কল্যাণ সমিতি, জাগছড়া চা বাগানের অায়োজনে শুভ উদ্ভোধন হয় প্রাইজমানি অান্তঃ চা বাগান ফুটবল টুর্নামেন্ট -২০১৯ খ্রিঃ

প্রাইজমানি অান্তঃ চা বাগান ফুটবল টুর্নামেন্ট -১৯ ইং এর শুভ উদ্ভোধন হয় কিছুটা অন্যরকম সাজে। প্রথমে খোলা মাঠে দর্শকদের মন কাড়ানো অাদিবাসীদের ঝুমুর নৃত্য প্রদর্শিত হয়। মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক অায়োজনের সমাপ্তের সাথে সাথেই শুরু হয় বাঘ – সিংহের লড়াই।

বিকাল ৪ টায় শুরু হয় সেই বাঘ – সিংহের লড়াই। শুধু ২ চা বাগানের নয় বরং ২ জেলার মধ্যে প্রতিযোগীতা শুরু হয়। উক্ত শুভ উদ্ভোধনে অংশগ্রহণ করে হবিগন্জ জেলার সুরমা চা বাগান বনাম মৌলভীবাজার জেলার কুরমা চা বাগান। চমৎকার চমক প্রদশির্ত খেলায় ভেসে উঠে হাজারো দর্শের জয় ধ্বনি অার করতালি । পরিশেষে ১ গোলে কুরমা চা বাগান কে হারিয়ে বিজয়ী অর্জন করে হবিগন্জ জেলার সুরমা চা বাগান। ২ দলের মাঝে সুষ্ঠু এবং সুশৃঙ্খল ভাবে খেলা পরিচালিত হওয়ায় দর্শকরা অানন্দ প্রকাশ করেছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর অর্থ সম্পাদক বাবু পরেশ কালিন্দী এর সভাপতিত্ব প্রাইজমানি অান্তঃ চা বাগান ফুটবল টুর্নামেন্ট এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানীর চীফ অপারিটিং অফিসার – মি. তাহসিন এ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ভাড়াউড়া ডিভিশনের মহা ব্যবস্থাপক – মি. জিএম শিবলী, জাগছড়া চা বাগানের ব্যাবস্থাপক – মি. নূরুন্নবী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি – বাবু পংকজ, সাংগঠনিক সম্পাদক – বিজয় হাজরা, মি. ফয়সাল হাবীব, মি. রিয়াদ পাবেল প্রমূখ।

বিভিন্ন উপজেলার ভিন্ন ভিন্ন চা বাগানের খেলোয়াড়রা এই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং দেশ – বিদেশের জন প্রিয় খেলোয়াড়রা অংশগ্রহণ করবে বলে জানা যায়।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category