1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতিকে বয়কট করে সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯৫ Time View

চা শ্রমিক ডটকম, সারেজমিন প্রতিবেদনঃ আজ ৩০ শে নভেম্বর মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পূর্ব নির্ধারিত ৭ ই ডিসেম্বর জাতীয় সেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে এক কর্মী সভার আয়োজন করা হলে সভায় যোগদানের জন্য সিলেট বিভাগের সমন্বয়ক আবু সাইয়্যিদ স্বপন জেলায় আগমন করেন
জেলার সভাপতি সাহাব উদ্দিন উনার নিজ বাড়ীতে বসার জন্য স্থান নির্ধারন করলে সংগঠনের নেতা কর্মীরা পত্যাখান করে অভিযোগ করেন ইতপূর্বে উনার নিকট হতে অনেক কর্মীরা লান্ছিত হয়েছেন এমনকি উনার বাড়ী হতে বের করে দিয়েছিলেন ছাড়াও স্বজনপ্রীতি টাকার বিনিময়ে পদ পদবী প্রদান সহ নানা অভিযোগ এনে সভাপতিকে বয়কট করে নতুন সভাপতির জন্য কেন্দ্রীয় কমিটির দৃষ্টি কামনা করে জেলা ও জেলার উপজেলার নেতৃবৃন্দ আহব্বান করে পূর্ব নির্ধারিত সহরস্থ সেন্ট্রাল রোড়ের হোটেল কায়রানে সকাল ১০ ঘঠিকার স্থলে দুপুর ১.৩০ হতে বিকাল ৫ ঘঠিকা পর্যন্ত সভানুষ্টিত হয়।
শেখ মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্তে ছিলেন জেলার এনামুল হক তালুদার প্রধান অতিথি হিসাবে ছিলেন এ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন জাতীয় পার্টির জেলা কমিটির সহ- সভাপতি তজমুল চৌধুরী,জেলা যুব সংহতির সভাপতি বেলায়েত খানঁ জুয়েল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুর রহমান, জেলার প্রচার সম্পাদক সৈয়দ খালেদ আহমদ, জেলায় যুব বিষয়ক সম্পাদক জুসেফ আহমদ,জেলার জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জামাল আহমদ,জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক আবু তালেব,কুলাউড়া উপজেলার জাতীয় পার্টির সাধারন সম্পাদক মবশ্বির আলী,জেলার জাতীয় যুব সংঘের সভাপতি বাবরুল হুসেন (রিয়াজ),বড়লেখা উপজেলার জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক মীর মুজিবুর রহমান,জেলা জাতীয় মহিলা পার্টির সভানেত্রীরুকশানা বেগম,সাবেক জেলা যুব সংহতির শ্রীমঙ্গল উপজেলার সভাপতি তাজ উদ্দিন (তাজু),শ্রীমঙ্গলের যুব সংহতির নেতা ইউছুফ হাছান,রাজনগর উপজেলার জাতীয় ছাত্র সমাজের সদস্য মেহদি হাছান,জেলার জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক সাইদি আহমদ সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি