অাছিয়া চা বাগানের ১৫ দফা দাবী ও কর্মবিরতী

আশ্বিনী ত্রিপুরা
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ১১১১ Time View

চা শ্রমিক ডটকম,চট্রগ্রাম ফটিকছড়ি ভূজপুরের অাছিয়া চা বাগানে চা শ্রমিকদের ১৫ দফা দাবী নিয়ে কর্মবিরতী অান্দোলন।

বিভিন্নভাবে নানা কারণ ও অকারণে অাছিয়া চা বাগানের নিরীহ চা শ্রমিকরা নির্যাতিত হয়ে অাসছে বহু দিন ধরেই প্রতিবাদ করতে গেলেই পড়ছে বিপদের ফাদে কোম্পানী পক্ষ ও নানা সমস্যা দেখিয়ে ফাসিয়ে নিচ্ছে চা শ্রমিকদের শাস্তি সরুপ পাচ্ছে না নিজের সাপ্তাহিত বেতন।

অাজ ৩০ শে নভেম্বর শনিবার সকালে অাছিয়া চা বাগানের চা শ্রমিকরা ১৫ দফা দাবী নিয়ে ৩ ঘন্টার কর্মবিরতী করেন। ১৫ দফা দাবী সমূহ হলো —
অাছিয়া চা বাগানে MBBS ডাক্তার নিয়োগ ব্যবস্থা, চা শ্রমিকদের তুলে পাতা অানার যানবাহনের ব্যবস্থা, বয়স সীমার পরিপেক্ষিতে কাজ দেওয়ার ব্যবস্থা, ৭০০ একর বাগানের জন্য চা শ্রমিক বৃদ্ধি করা, গুরুত্বর রোগীদের ভাল উন্নতমানের চিকিৎসার সুযোগ ও অার্থিক ব্যবস্থা গ্রহণ, বাগানের নিরিখের কাজ গুলো যথা সময়ে করার ব্যবস্থা, পর্যাপ্ত ট্রাক্টরের ব্যবস্থা, চা শ্রমিকদের ঘরের দরজা – জানালা পূর্ণনির্মানের ব্যবস্থা গ্রহণ, চা শ্রমিকদের বিশুদ্ধ পানির জন্য টিউবয়েল ও সেনিটারি লেট্রিন ব্যবস্থা, শিক্ষিত ছেলে-মেয়েদেরকে স্টাফ পদে নিয়োগের সুযোগ, চা বাগানের সর্দারদের মাসিক বেতনভুক্ত করা, মহিলা চা শ্রমিকদের চা পাতা তুলা দফায় সর্দারি করার ব্যবস্থা, নূন্যতম ১০০ জন পারমেন্ট শ্রমিকদের পি এস সদস্য করা, ফক্টরিতে ট্রাফ সংখ্যা বৃদ্ধি করার ব্যবস্থা, চা বাগানে হাই স্কুল নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্রগ্রাম ভ্যালি সভাপতি – নিরন্জন নাথ মন্টু, ভ্যালি সেক্রেটারি – যতন কর্মকার, অাছিয়া চা বাগানের বাগান সভাপতি – হেলাল উদ্দিন, লিটন দাশ, সপ্না মজুমদার, হারাদন, জাহের মিয়া, সফি, বিলকিছ সহ হাজার চা শ্রমিক।

বাগান ব্যবস্থাপক শ্রমিকদের এই অাশা প্রকাশ করেছে যে শ্রমিকরা যদি সঠিকভাবে কাজ করে তা হলে তাদের সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে। লিখিতভাবে সুপারিশ প্রদান করা হয়, অার লিখিত সুপারিশ ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন না হলে অাছিয়া চা বাগানে অাবার পুনরায় করা হবে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category