শ্রীমঙ্গলে অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪৯ Time View

চা শ্রমিক ডটকমঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় শ্রীমঙ্গলের উত্তর উত্তরসুর হোটেল পর্যটন নিবাস এর অফিস কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসুরের মৃত শফিকুর রহমানের ছেলে ছাদিকুর রহমান, উলুয়াইল এলাকার ছানাউর আলমের ছেলে সালেহ আহমদ, মৌলভীবাজার সদরের বিরাইমাবাদ গ্রামের আবু তাহেরের ছেলে ছয়ফুল মিয়া এবং শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকার আবদুস সাত্তারের ছেলে জুয়েল আহমদ।

এসময় তাদের কাছ থেকে একটি পুরাতন রিভালবার, খেলনা পিস্তল এবং একটি সিলভার কালারের প্রাইভেট কার (যার নং ঢাকা মেট্রো গ ১২-০০০৬) উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, আসামিদের বিরুদ্ধে থানার এসআই দোলোয়ার হোসেন বাদী হয়ে থানায় অস্ত্র আইনে ১৮৭৮ এর ১৯ এ ধারায় মামলা (মামলা নং-৪) দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category