১৫ই ডিসেম্বর বাংলাদেশ টি ষ্টাফ এসোসিয়েশনের নির্বাচন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ১১৭৬ Time View

চা শ্রমিক ডটকমঃ বাংলাদেশ টি ষ্টাফ এসোসিয়েশনের ২০২০-২২খ্রিঃ কেন্দ্রীয় নির্বাচন আগামী ১৫ই ডিসেম্বর সকাল ০৮ ঘঠিকা হতে বিকাল ০৪ ঘঠিকা পর্যন্ত এসোসিয়েশনের অন্তরভূক্ত ১২ টি অঞ্চলে একই সাথে মোট ২৫১৪ ভোটারের ভোটের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি,আঞ্চলিক কমিটি,ইউনিট কমিটির নির্বাচন অনুষ্টিত হবে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে পার্থী হিসাবে রয়েছেন মোঃ মাহবুব রেজা( বটগাছ), মোঃ জাকারিয়া আহমদ( চেয়ার)

সহ- সভাপতি পদে এ.এইচ ভুইয়া( দেয়ালঘড়ি), মিজানুর রহমান( মাছ),দেলোয়ার হোসেন( দোয়াত কলম),আলতাফুর রহমান( হাতপাখা),কাওছার মিয়া(ছাতা), রবিন্দ্র চক্রবর্তী( বালতি),সাধারন

সম্পাদক পদে আহমদ হুসেন( চাকা),হাবিবুর রহমান(আনারস), রিংকু মিত্র( মই)
সহ সহ- সাধারন সম্পাদক,সাংগঠনিক সম্পাদক,কোষাধক্ষ, প্রচার. সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক, শিক্ষা.গবেষনা ও সাংস্কৃতিক সম্পাদক, পদে১১ জন প্রতিদন্ধিতা করছেন।
আঞ্চলিক প্রতিনিধি হিসাবে বিভিন্ন পদে প্রতিদন্ধিতা করছেন ৫৭জন।
এছাড়া ইউনিট প্রতিনিধি হিসাবে প্রতিদন্ধিতা করছেন ২১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category