চা শ্রমিক ডটকমঃ গত সাপ্তাহ খানেক ধরে সিলেটের ওসমানি হাসপাতালে কে বা কাহারা ভুরবুড়িয়া চা বাগানের সরস্বতী গোয়ালা (৮৫+) নামের একবৃদ্ধাকে ফেলে চলে এসেছে। প্রতিনিধির সহিত কথা হলে তিনি অস্ফুটভাবে জানান উনার কোন ছেলে নেই মেয়ে রয়েছে তাহার বিয়ে ভুরবুড়িয়া বাগানেই হয়েছে
যদি কোন পরিচিত ব্যাক্তি মহিলাটিকে চিনে থাকেন পরিবারের সদস্যকে খুজেপেতে সহযোগীতা করবেন।
ভুরভুড়িয়া চা বাগান হতে নির্ভরযোগ্য বিশেষ সুত্রে যানাগেছে মহিলাটির বিষয়ে ৩/৪ দিন পূর্বে সিলেটের কোন ব্যাক্তির সহিত কথাহলে সাগরনাল চা বাগানের কোন এক টিলাবাবুর মা হিসাবে জানিয়ে ছিল। তবে বয়সেরও স্বরনশক্তি হীনতার কারনে হয়ত হয়ত এমনটা হতে পারে বলে তিনি যানিয়েছেন।
Leave a Reply