নালুয়া চা বাগানে গীতা জয়ন্তী উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৯৫১ Time View

হিন্দুধর্মাবল্বীদের শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মোক্ষদা একাদশী দিনেই ভগবান শ্রীকৃষ্ণ পরম ভক্ত সখা পান্ডবের তৃতীয় পুত্র অর্জুন কে কুরুক্ষেত্রে শ্রীমদ্ভগবত গীতার জ্ঞান প্রদান করেন। এই দিনটিকে হিন্দুরা যথাযথ মর্যাদার সাথে উদযাপন করে থাকে এই দিনে শ্রীমদ্ভগবত গীতা দানের অধিক পূর্ণ্য লাভ হয়।

অাজ ৭ ই ডিসেম্বর শনিবার চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে ৪র্থ বারের মত শ্রীমদ্ভগবত গীতা জয়ন্তী ২০১৯ ইং উপলক্ষে ভক্তিবৃক্ষ প্রচার বিভাগ হবিগন্জ এর পরিচালনায় এবং নালুয়া চা বাগান ভক্তিবৃক্ষের ভক্তবৃন্দের অায়োজনে শ্রীভাগবতীয় অালোচনা সভার অায়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীদেব শয়ন কৃষ্ণদাস।

শ্রীমদ্ভগবত গীতা জয়ন্তী ২০১৯ ইং অনুষ্ঠানের প্রধান অালোচক অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন শ্রীশ্রী নরসিংহ জিউ মন্দির ( ইসকন) হবিগন্জ এর অধ্যাক্ষ – শ্রীপাদ উদয় গৌর দাস ব্রহ্মচারী এবং বিশেষ অালোচক ছিলেন ভক্তিবৃক্ষ প্রচার বিভাগের পরিচালক শ্রীমান দয়াময় হলধর দাস ব্রহ্মচারী প্রভু।

উক্ত অনুষ্ঠানটি শুভ সূচনা হয় সন্ধ্যা ৬ ঘটিকার সময় গুরু বন্দনা, তুলসী অারতী, গৌর অারতী, নৃসিংহ অারতী পরিবেশনা করেন স্থানীয় ভক্তবৃন্দরা প্রায় ৫ শ ভক্ত উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করে এবং শ্রীভাগবতীয় অালোচনা শ্রবণ করেন।

নালুয়া চা বাগানের ১০ জন ভক্তদের মাঝে শ্রীপাদ গৌরদাস ব্রহ্মচারী প্রভু নিজ হস্তে শ্রীমদ্ভগবত গীতা শাস্ত্র দান করা হয় । রাত ১০ টা ৩০ মিনিটে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category