চা শ্রমিক ডটকমঃ শ্রীমঙ্গল উপজেলার ৮ নং কালীঘাট ইউনিয়ন পরিষদে ভুড়ভুড়িয়া সার্বজনীন দূর্গা মন্দিরে শাখা কমিটি গঠন করা হয়। তরুন সনাতনী সংঘ বিগত কয় বছর যাবৎ জনকল্যাণ এবং ধর্মীয় অানুষ্ঠানিকভাবে ব্যপক অবদান বয়ছে। মানব সেবাই মূলমন্ত্র। সেবা, সনাতন সমাজের মধ্যে ঐক্যবন্ধতা সৃষ্টি করা, সঠিক ধর্ম চর্চা, ধর্মীয় অধিকার আদায় এ লক্ষ উদ্দেশ্য নিয়ে TSS এর যাত্রা। শুধু ইউনিয়ন নয় উপজেলা পর্যায়ে ও গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে অাসছে।
তরুন সনাতনী সংঘ এর ২০২০-২০২১ সালের নবনির্বাচিত কমিটি বৃন্দ হলো – সভাপতি – স্বপন গোয়ালা, সহ-সভাপতি – রন্জিত রবিদাস, বিফুল কুর্মী, তাপস রাজগড়, সন্জয় গোয়ালা, সবুজ, পলাশ সাধারণ সম্পাদক – রিপন মৃর্ধা, সহকারী সাধারণ সম্পাদক – অয়ন মুন্ডা, সুবল তাঁতী, সাজন, রানা, জীবন, সাংগঠনিক সম্পাদক – সুমন কর্মী, সহ-সাংগঠনিক সম্পাদক – সন্জয় নায়েক, তপন, অভিশেক, টিটু, কোষাদক্ষ- উজ্জ্বল গোয়ালা, ছাত্র বিষয়ক সম্পাদক – সুকেন তাঁতী, সাংস্কৃতিক সম্পাদক -রাজেশ ভৌমিক, দপ্তর সম্পাদক – রিপন মৃধা, অাইনও অান্তর্জাতিক সম্পাদক, – জুয়েল বুনার্জী, প্রচার সম্পাদক – অাকাশ দোষাদ, ধর্ম বিষয়ক – বাপ্পী তাঁতী, মহিলা সম্পাদক- অাশা ভর, সদস্য – কান্ত রবিদাস, শাওন শীল, দিপেন বুর্নাজী, রাজিব গোয়ালা, কাজল দাস সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।।
Leave a Reply