চোরাচালান প্রতিরোধে চন্ডীছড়া চা বাগানে আলোচনা সভা গঠিত হবে – টাস্কর্ফোস

লিটন মুন্ডা লস্করপুর ভ্যালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৯৪৮ Time View

ভারতীয় চা পাতা চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় টাস্কর্ফোস গঠনের সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসক কামরুল হাসান।সভায় যে কোন মুল্যে সীমান্তে মাদক ও চা পাতা চোরাচালান বন্ধের ঘোষনা দেয়া হয়।জনপ্রতিনিধি,পুলিশ,বিজিবি’র সাথে চা বাগানের প্রতিনিধি ও সাংবাদিকরা থাকছেন কমিটিতে ।

উপজেলা, ইউনিয়ন ও সীমান্তবর্তী চা বাগান গুলোতে কমিটি হচ্ছে।সম্প্রতি সময়ে ভারতীয় নিন্মমানের চা পাতা বাংলাদেশে প্রবেশের ফলে দেশীয় চা বাগান গুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।বাগান মালিকদের লোকসান গুনতে হচ্ছে কোটি কোটি টাকা। বিষয়টি নিয়ে সরকারের উপর মহলে প্রতিনিয়ত আলোচনা চলছে।এই অবস্থায় চা পাতা পাচার বন্ধ না হলে, বাংলাদেশের চা শিল্প ধ্বংশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সীমান্তে চোরাচালান প্রতিরোধ এর লক্ষে আজ (১০ ডিসেম্বর বুধবার) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত
চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগান কোম্পানি বাংলোতে বিশেষ আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে ও চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ পিপিএম,বিজিবি’র ৫৫ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার লে.কর্ণেল জাহিদুর রশীদ , অতিরিক্ত জেলা প্রশাসক- তারেক মোঃ জাকারিয়া ও মর্জিনা আক্তার, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান – আব্দুল কাদির লস্কর,মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার – তাসনুভা নাশতারান,চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার – সত্যজিত রায় দাশ,চুনারুঘাট থানার অফিসার ইন-চার্জ – শেখ নাজমুল হক,সার্টিয়াজুড়ি ইউপি চেয়ারম্যান – আঃ রশিদ মাষ্টার,দেওরগাছ ইউপি চেয়ারম্যান – শামসুন্নাহার চৌধুরী ,আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান – আবেদ হাসনাত চৌধুরী সনজু,পাইকপাড়া ইউপি চেয়ারম্যান – সামসুজ্জামান শামীম,দেউন্দি চা বাগানের ম্যানেজার রিয়াজ আহমেদ,নালুয়া চা বাগানের ম্যানেজার – জহিরুল ইসলাম,আমু চা বাগানের ম্যানেজার – হাবিবুর রহমান, চান্দঁপুর চা বাগানের ম্যানেজার – শামীম হুদা ও তেলিয়াপাড়া চা বাগান ম্যানেজার – সমত কুমার, সাংবাদিক নুরুল আমিন, আব্দুর রাজ্জাক রাজু, আজিজুল হক নাসির ও মীর জুবায়ের আলম।
সভায় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি’র ১২টি বিওপি’র কমান্ডার ও সুবেদার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category