একটি গ্রাম থেকে একটি দেশ মাদক মুক্ত বাংলাদেশ,
মাদক,চুরি,ডাকাতি,ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত,
বিট পুলিশিং সভা’ র আয়োজন করা হয়,
৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদে।,
প্রধান অতিথি : জনাব, আশরাফুজ্জামান,,সিনিয়র সহকারি পুলিশ সুপার, শ্রীমঙ্গল – কমলগঞ্জ, সার্কেল।
বিশেষ অতিথি : মো: আব্দুছ ছালেক অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা, সভাপতি জনাব, মুজিবুর রহমান মুজুল, ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদ এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উক্ত সভায় অনেকে মূল্যবান বক্তব্য রাখেন।এছাড়াও মহামূল্যবান বক্তব্য রাখেন,প্রধান অতিথি, জনাব আশরাফুজ্জামান বলেন যে উনার দ্বায়িত্ব কালীন কোন অন্যায় কাজ চলবে না। তিনি আরও বলেছেন মাজদিহি ও মির্তিংগা চা বাগানে মাদক ও জুয়া প্রভাব বেশি। তাই তিনি সবার উদ্যেশে সতর্কতা ও মাদক বন্ধ করার জন্য আহবান জানিয়েছেন।
Leave a Reply