আদিবাসী ওশ্রমজীবীদের সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আশ্বিনী ত্রিপুরা চট্রগ্রাম ভ্যালী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ১০০২ Time View

চা শ্রমিক ডটকমঃ  আদিবাসী ওশ্রমজীবীদের সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা  তারিখ ১০ ডিসেম্বর ২০১৯ইং রোজ মঙ্গলবার স্থান: ফটিকছড়ি, চট্রগ্রাম এই সভায় প্রধান অতিথির ছিলেন মি.আলেক্সসিউস চিছাম,ন্যাশনাল প্রোজেক্ট কো অর্ডিনেটর,আই এল ও ঢাকা। আরো আছেন বাংলাদেশ ইনডিজিনাস ওয়ার্কাস এসোসিয়েশন-বিআইডব্লিএ এর সভাপতি মি.প্রতাপ রেমা, আহবায়ক মি.ফুল কুমার এিপুরা ,সহ সভাপতি,বাংলাদেশ ইনডিজিনাস ওয়ার্কাস এসোসিয়েশন-বিআইডব্লিএ,মি. রিপন চন্দ্র বানাই প্রোজেক্ট কোঅর্ডিনেটর, আইপিডিএস,মি.নিরঞ্জন নাথ মন্টু,চট্টগ্রাম ভ্যালির সভাপতি, মি.জাবেদ হোসেন হিসাব রক্ষক চট্রগ্রাম ভ্যালি, আরো উপস্থিত আছেন,কৈয়া ছড়া চা বাগানের সভাপতি মি.মিনু পান তাতী, আছিয়া চা বাগান,কর্ন ফুলী চা বাগান, হালদা ভ্যালি চা বাগান, টেকবাড়িয়া চা বাগান, রামগড় চা বাগান, নেপচুন চা বাগান,পঞ্চবটি চা বাগান,উদালিয়া চা বাগান, চট্টগ্রামের সকল আদিবাসী শ্রমজীবী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category