ফটিকছড়ি ইনডিজিনাস পিপলস ডেভলপমেন্ট সার্ভিসেস -আইপিডিএস এর২ দিন ব্যাপী সেমিনার সম্পন্ন

আশ্বিনী ত্রিপুরা চট্রগ্রাম ভ্যালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮৬ Time View

চা শ্রমিক ডটকমঃ ১১-১২ডিসম্বর চট্টগ্রাম মনিরা কমিউনিটি সেন্টার,ফটিকছড়ি ইনডিজিনাস পিপলস ডেভলপমেন্ট সার্ভিসেস -আইপিডিএস আয়োজনে ও
সহযোগিতায়:আন্তর্জাতিক শ্রম সংস্থা,আইএলও বিশেষ অতিথি ছিলেন মি. আলেক্সসিউস চিছাম ন্যাশনাল প্রোজেক্ট কো অর্ডিনেটর আইএলও,মি. তপন দত্ত,প্রধান উপদেষ্টা,সহ-সভাপতি, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ওসদস্য,শ্রমআদালত,মি.রাম ভজন কৈরি,সাধারন সম্পাদক,বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন.মি. প্রতাপ রেমা,অহবায়ক,বাংলাদেশ আদিবাসী শ্রমিক সংগঠন.মি.নিরঞ্জন নাথ মন্টু,সভাপতি,চট্টগ্রাম ভ্যালি।এই সভায় আলোচনা করা হয় চা জনগোষ্টির জীবন মান উন্নয়নে শ্রম আইন বাস্তবায়নের সরকারের ভূমিকা ? শ্রমজীবী সংগঠন ও প্রয়োজনীয়তা,শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় জাতীয় ওআন্তর্জাতিক সনদসমূহ,শ্রমজীবী মানুষের অধিকার :শ্রম আইন,শ্রম আদালত ও ট্রেড ইউনিয়নের ভূমিকা,শ্রমিকদের মুজুরী বোর্ড স্থাপন করা,প্রত্যেকটি বাগানে শ্রমিকদের নিয়োগ পএ ব্যাবস্থা করা, নিয়ে প্রত্যকটি চা বাগানের সভাপতি ওসম্পাদকদের সাথে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category