চা শ্রমিক ডটকমঃচুনারুঘাট উপজেলা পাহাড়ি অঞ্চল লালচান্দ চা বাগানে বৃহস্পতিবার ১২ ডিসেম্বরে কারিতাস সংস্থা সহযোগীতায় ছয় মাস মেয়াদী কারিগরী প্রশিক্ষণে ট্রেইলারী ও ইঞ্জিনিয়ার ২৪ জন শিক্ষার্থীদের মাধ্যমে সনদপত্র বিতরণ করা হয়। সকালে ১০ ঘটিকার সময় বৃষ্টি ভৌমিকের গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় ছয় মাস মেয়াদী কারিগরী প্রশিক্ষণ কোর্সের সমাপনী সনদপত্র বিতরণের অনুষ্ঠান।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নং শানখলার চেয়ারম্যান মোঃ আব্দুল তরফদার সবুজ, ৫ নং শানখলার ১,২,৩, নং ওয়ার্ডের মেম্বার অাইয়ুব চান, শেকড় বুনি, কারিতাস সংস্থা ব্যবস্থাপক সিলেট অঞ্চল, বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি পিযুষ ভৌমিক , ভারত বাউরী, মতিলাল মুড়া, সুনিগম বিপ্লব মুড়া, লালকমল বাউরী, মোঃ হারুন রশিদ কাটিতাস, প্রধান শিক্ষক ,সাজন বাউরী , সাজন তাঁতী, ওম প্রকাশ বাউরী প্রমুখ।
Leave a Reply