চা শ্রমিক ডটকমঃ আজ ১৩ ই ডিসেম্বর চান্দপুর বেগমখান চা শ্রমিকেরা ভুমি রক্ষা কমিটির উদ্দ্যেগে চান্দপুর স্কুল মাঠে সকাল১০ঘঠিকায় চা বাগানের চা শ্রমিকদের কৃষি জমি দখল করে ইকোনোমিক জোনের চেষ্টা বন্ধে ভুমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ সহযোগে বিক্ষোভ সমাবেশ করেছেন তথ্যসুত্রে যানাযায় চানপুর বেগমখান চা বাগানের শ্রমিকরা বেশ কয়েক বছর ধরে তারা তাদের কৃষি ফসল উৎপাদন করতে পারছেন না বলে জানায়ায, চা শ্রমিকরা তাদের জমির জন্য অনেক জায়গায় গেছেন এখনো তারা কোন সঠিক সিদ্ধান্ত পায় নি বলে প্রতিবেদকে জানিয়েছে।
Leave a Reply