চা শ্রমিক ডটকম,৩থেকে ৪লক্ষ লোকের জীবিকা নির্বাহ হয়ে থাকে জাফলং পাথর কোয়ারী থেকে,সে পাথর কোয়ারী আজ অচল,আর কিছুদিন পরে এখানে সেখানে শুনা যাবে,রাস্তা ঘাটে দেখা যাবে,পেটের তাগীদে মানুষ সন্ত্রাসী করছে,রাহাজানি করছে, চুরি করছে,তখন স্বার্থকতা কোথায় খুঁজে পাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে।
একটা অঞ্চলের মানুষদের পেটের খোরাক যে জীবিকার উপর নির্ভর করে,সে জীবিকা বন্ধ করে বিকল্প কোনো রাস্তা যদি সে অঞ্চলের মানুষের জন্য তৈরি না করে দেওয়া হয়,সে অঞ্চলের মানুষজন বাঁচবে কি নিয়ে। কি হবে তখন পর্যটন শিল্প দিয়ে,কয়জন পর্যটক আসে প্রতিদিন জাফলং এ ঘুরতে,পর্যটন শিল্পকে কেন্দ্র করে কয়জনের কর্মসংস্হানের ব্যবস্হার পরিবেশ জাফলং এ আছে,কিছুই নেই?
আজ যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন,আপনাদের উপরে ও এই অসহায় গরিব ৩/৪ লক্ষ পরিবারের একজনের না হয় অন্যজনের অভিশাপ পরবেই পরবে,কেনোনা আপনাদের অসর্তকতার কারণে আজ গরিবের পেটে লাথি পরেছে।
এবং একই সাথে উদার্থ আহবান জানাচ্ছি মাননীয় সরকার উর্ধতন কর্মকর্তাদের প্রতি,দয়া করে জাফলং কোয়ারী সচল করে দিন,গরিবের পেটের ক্ষুধা আপনারা এসি বাড়ি আর এসি গাড়ির ভিতরে বসে দেখবেন না,শুনবেন না,গরিবের পেটের ক্ষুধার প্রতি একটু অনুভব করে দেখেন,এদের কি বয়াবহ অবস্হা।
Leave a Reply