চা শ্রমিক ডটকমঃ পূর্ব জাফলং ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জুলহাস আহমেদ এবং জাফলং চা বাগান পঞ্চায়েত সভাপতি নিরঞ্জন গোয়ালার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলহাস আহমেদ ও জাফলং চা বাগান পঞ্চায়েত নিরঞ্জন গোয়ালার বিরুদ্ধে এক কু চক্রু মহল তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে আসছে বলে জানা যায়।
স্থানীয়রা জানায় সাধারণ সম্পাদক জুলহাস আহমেদ ও জাফলং চা বাগান পঞ্চায়েত নিরঞ্জন গোয়ালা নিম্ন আয়ের সাধারণ মানুষ। তাদের পক্ষে একটি ফেলুডার ক্রয় করা বা ভাড়া নেওয়া কোন ভাবে সম্ভব না।কেন একটি কু চক্রি মহল বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অপপ্রচার ও তাদের মানসম্নানহানি করে আসছে।
এলাকার মানুষের কাছে তারা সমাজ বান্ধব হিসেবে পরিচিত।পুর্ব জাফলং ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দ্বায়িত্ব পালন করে আসছেন।মাননীয় প্রধানমন্ত্রীর হাত কে আরো শক্তিশালী করতে দিন রাত কাজ করে যাচ্ছেন ও জাফলং চা বাগান পঞ্চায়েত সভাপতি নিরঞ্জন বলেন জাফলং চা বাগানের মানুষের পাশে সব সময় কাজ করে যাচ্ছি এবং জাফলং চা বাগান রক্ষাতে আমি দিন রাত কাজ করে যাচ্ছি প্রতি বর্ষাকালে ডেজার দিয়ে বাগানপারে বালু উত্তোলন করে কিছু কু চক্রু মহল আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাদেরকে প্রতিবাদ করি।এখন শীতকাল সৃজন তারা কোন কিছু করতে না পারে তারা আমার ষড়যন্ত্রের বিরুদ্ধে লেগে পড়েছে ষড়যন্ত্রের ব্যাপারে জানতে চাইলে।
তিনি বলেন জাফলং সেতু রক্ষা করতে আমরা এলাকাবাসী অঙ্গীকারবদ্ধ। জাফলং সেতুর আসে পাসে দানব মেসিন দিয়ে বালু উত্তলন করলে আমরা সম্পূর্ণ নিষেধ করে আসছি।
জানিনা কেন তবে আমাদের বিরুদ্ধে একটি কুচক্র মহল অপপ্রচার ও ষড়যন্ত্র করে আসছে। তাই বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করছি।
৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাফলং চা বাগান পঞ্চায়েত সভাপতি নিরঞ্জন গোয়ালা।
Leave a Reply