বাংলাদেশ টি এষ্টেট স্টাফ এসোসিয়েশন নির্বাচন ২০২০-২২ এর অাঞ্চলিক সভাপতি নির্বাচিত হলেন সৈয়দ মো: সেলিম এবং সাধারণ সম্পাদক বিমল প্রসাদ কানু।
আজ ১৫ ই ডিসেম্বর রবিবার চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির পূর্বাঞ্চল চন্ডিছড়া চা বাগানের চন্ডিছড়া চা বাগান প্রার্থমিক বিদ্যালয়ে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর নির্বাচন অনুষ্টিত হয় উক্ত নির্বাচনী অনুষ্ঠান ভোটার অংশগ্রহণ করেন আমু, নালুয়া, চন্ডিছড়া, চাকলাপুন্জি, চান্দঁপুর চা বাগানের ১৪৮ জন স্টাফ/ কর্মচারী ও ড্রাইভার সদস্য।
সভাপতি পদপ্রার্থী ছিলেন টেবিল মার্কাধারী আশরাফুল রহমান ও ট্রাক্টর মার্কাধারী সৈয়দ মো: সেলিম। সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন জগ মার্কাধারী বিমল প্রসাদ কানু, বই মার্কাধারী সাইদুর রহমান চৌধুরী এবং সুলতান অাহমেদ।
প্রশাসকের এবং নির্বাচনের পরিচালনা কমিটি সহযোগিতায় সুন্দর নিরিবিলি চমৎকার সুন্দর পরিবেশে নির্বাচন শুরু হয় সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট প্রদান চলতে থাকে। সকালে ভোটারদের ভীড় দেখা দিলেও দুপুরের দিগে কম ছিল।
প্রিসাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন দুলাল আহমেদ সিদ্দিকী এবং সহকারী প্রিসাইডিং অফিসার কামাল উদ্দিন।
বিকাল ৪ টার পর পরেই শুরু হয় ভোট গণনা সকল প্রতিদ্বন্দ্বীদের মাঝে বিরাজ করছিল ভয় অার টেনশন। হিসাব নিকাশ গণনার ৪ ঘন্টার পর রাত ৭ টায় ফলাফল প্রকাশ করেন প্রিসাইডিং অফিসার – দুলাল আহমেদ সিদ্দিকী।
লস্করপুর পূর্বাঞ্চলে নির্বাচিত সভাপতি হলেন ট্রাক্টর প্রতীকধারী চন্ডিছড়া চা বাগানের বর্তমান অাঞ্চালিক সভাপতি সৈয়দ মো: সেলিম ৭১ ভোটে প্রতিদ্বন্দ্বী টেবিল প্রতীকধারী মাত্র ২ ভোটের ব্যবধানে ৬৯ ভোটে পরাজিত হয়। অাঞ্চালিক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় জগ প্রতীকধারী চাকলাপুন্জি চা বাগানের ২০১৪-১৬ সালের বিজয়ী বিমল প্রসাদ কানু ৫৯ ভোট পেয়ে ৮ ভোট বিজয়ী লাভ করে প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকধারী সুলতান অাহমেদ ৫১ ভোট লাভ করে এবং বই প্রতীকধারী সাইদুর রহমান চৌধুরী ৩০ ভোটে পরাজয়ী হয়।
কেন্দ্রীয় কমিটির প্রাপ্ত ভোটের সংখ্যা প্রতীক – চেয়ার ৬৮, বটগাছ ৭৪, হাত পাখা ২২, দেয়াল ঘড়ি – ৫০, ছাতা – ৪৯, দোয়াত কলম ৬০, মাছ ৩২, বালতি – ১১, চাকা ৪১, মই ২৬, অানারস – ৫৫, গোলাপ ফুল- ৩২, মোমবাতি ৯২, বাই সাইকেল- ৫৯, মোবাইল ৫৭, কবুতর – ৬৮, উড়োজাহাজ- ৫৪, মোরগ ৫৬, প্রজাপতি ৮০,চশমা ৯, ফুটবল ৫৩, হারিকেল ৫৯।
Leave a Reply