1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

বাংলাদেস টি ষ্টাফ এসোসিয়েশনের নির্বাচনী ফলাফল

আশ্বিনী ত্রিপুরা চট্রগ্রাম ভ্যালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৯৪৪ Time View

চা শ্রমিক ডটকমঃ গতকাল ১৫ ই ডিসেম্বর ২০১৯ খ্রী:স্থান :কর্নফুলী চা বাগান, বাংলাদেশ টি এষ্টেট ষ্টাফ এসোসিয়েশন নির্বাচন ২০২০-২০২২, কেন্দ্র ভিক্তিক কেন্দ্রী কমিটি,সভাপতি পদে মি.জাকারিয়া আহমদ চেয়ার প্রতীক পেয়েছেন -১৬৬ ভোট,মি.মো:মাহবুব রেজা বট গাছ প্রতী পেয়েছেন-১৫৭ ভোট,সহ-সভাপতি পদে মি.আলতাফুর রহমান চৌধুরী হাত পাখা প্রতীক পেয়েছেন -১২৭ ভোট,মি.এ.এইচ ভূইয়া দেয়াল ঘড়ি প্রতীক পেয়েছেন -১২০ ভোট,মি.শেখ কাওছার মিয়া ছাতা প্রতীক পেয়েছেন -৯২ ভোট, মি.দেলোয়ার হোসেন দোয়াত কালি প্রতীক পেয়েছেন -১৬২ ভোট,মি.মিজানুর রহমান মাছ প্রতীক পেয়েছেন -০৯ ভোট,মি. রবীন্দ্র চক্রর্বতী বালতি প্রতীক পেয়েছেন -১৬ ভোট। সাধারন সম্পাদক পদে মি. আহম্মদ হোসেন চৌধুরী চাকা প্রতীক পেয়েছেন -৯৬ ভোট, মি. রিংকু মিত্র মই প্রতীক পেয়েছেন – ৩৫ ভোট, মি. হাবিবুর রহমান আনারস প্রতীক পেয়েছেন-১৭০ ভোট।সহ-সাধারন সম্পাদক পদে মি.সঞ্জয় কান্তি ভট্রাচার্য্য মোমবাতি প্রতীক পেয়েছেন – ২৬১ ভোট,মি.মুজিবুর রহমান গোলাপ ফুল প্রতীক পেয়েছেন – ২৮ ভোট।সংগঠনিক সম্পাদক মি. অঞ্জন গোস্বামী বাই সাইকেল প্রতীক পেয়েছেন – ১৪৫ ভোট, মি. মো: আলমগীর চৌধুরী মোবাইল ফোন প্রতীক পেয়েছেন – ১৩২ ভোট। কোষাধ্যক্ষ মি. মো: আমিনুর রহমান কবুতর প্রতীক পেয়েছেন – ১৬১ ভোট, মি. শেখর চৌধুরী উড়োজাহাজ প্রতীক পেয়েছেন – ১৩৪ ভোট। প্রচার,সমাজ সেবা ও ক্রীয়া সম্পাদক পদে মি. শফিউল আলম(শাহীন) প্রজাপতি প্রতীক পেয়েছেন – ১৭০ ভোট, মি. ইব্রহিম মিয়া মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন -১২৩ ভোট। শিক্ষা গবেষনা ও সংস্কৃতিক সম্পাদক পদে পেয়েছেন মি. সঞ্জয় চক্রবর্তী হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন – ১৩৭ ভোট, মি. মিছবাউর রশিদ খাঁন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন -১৩৩ ভোট,মি. আর.কে গোয়াল চশমা প্রতীক নিয়ে পেয়েছেন – ২৬ ভোট। কেন্দ্র ভিক্তি ফলাফল বিবরনী (আঞ্চলিক সভাপতি/ সম্পাদক ), সভাপতি পদে মি. অমল কান্তি দাশ আম প্রতীক নিয়ে পেয়েছেন – 2৬৭ ভোট, মি. মিলন কুমার ঘোষ তালা চাবি প্রতীক নিয়ে পেয়েছেন – ৫৯ ভোট। সম্পাদক পদে মি. অসিম চাকমা জগ প্রতীক নিয়ে পেয়েছেন -২৩৬ ভোট,মি মো: সালাউদ্দীন ডাব প্রতীক নিয়ে পেয়েছেন – ৮৭ ভোট।সভাপতি পদে মি. অমল কান্তি দাশ আর সম্পাদক পদে মি.অসিম চাকমা সুষ্ট, সুন্দর ও নিরপক্ষ নির্বাচনের মাধমে বিপুল ভোটে আঞ্চলিক ভাবে জয় যুক্ত হয়েছেন,প্রিসাইনিং অফিসার মি. রাজীব আচার্য্য এর মাধ্যমে বাংলাদেশ টি এষ্টেট ষ্টাফ এসোসিয়েশনের নির্বাচন -২০২০ -২০২২ এর ফলাফল প্রকাশের মাধ্যমে সমাপ্ত করা হয় ফটিকছড়ি, চট্টগ্রাম বিস্তরিত পত্রিকায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি