চা শ্রমিক ডটকম : জাফলং চা বাগানে জাতীয় পতাকা উত্তলন দিয়ে বিজয় দিবস পালিত হয়।
শুরুতে নিরবতা পালন করে জাতীয় সংগীত বলা হয় এর আগে বিভিন্ন সংগঠন থেকে শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
জাফলং চা বাগান ব্যাবস্থাপক বক্তব্য বলেন অনেক কষ্টের বিনিময়ে অনেক ত্যাগ শিকার বিনিময়ে লাক্ষো মানুষের শহীদের রক্তের বিনিময়ে আমদের এই দেশ স্বাধীন হয় তিনি আরো বলেন আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে নিস্বার্তে কাজ করে যেতে আহবান জানাই।
জাফলং চা বাগান পঞ্চায়েত সভাপতি নিরঞ্জন গোয়ালা বক্তব্য বলেন, লাক্ষো মানুষের শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয় আমরা পাই সোনার বাংলাদেশ।
উপস্থিত থাকেন বাগান ব্যবস্থাপক একরামুল করিম বাগান পঞ্চায়েত সভাপতি নিরঞ্জন গোয়ালা, জাফলং চা বাগান সরদারগন এক নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আক্কেল প্রধান ১ নং ওয়ার্ড ইউ/পি সদস্য সয়েন বুনার্জী ও জাফলং চা বাগান স্কুল শিক্ষক তুহিন আহমেদ ছাত্র ছাত্রী প্রমুক।
Leave a Reply