জাফলং চা বাগানে বিজয় দিবস উপলক্ষে খেলা নিয়ে গন্ডগোল

কালাচান কর্মকার,সিলেট ভ্যালী প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭৯ Time View

জাফলং চা বাগানে বিজয় দিবস উপলক্ষে খেলা অনুষ্ঠিত খেলা পরিচালনা করেন লিটন বাবু বিল্লাল বাবু তুহিন সহ অনেকে।

এ খেলায় বিভিন্ন খেলার সাথে তীর অনুষ্ঠিত হয়।খেলার এক পর্যায় মাঠের ভিতর কিছু গন্ডগোল দেখা যায়।

চা শ্রমিক ডটকম প্রতিনিধি গিয়ে বিষয়ে জানতে পায় তীর খেলা নিয়ে কিছু গন্ডগোল হয় বলা হয়
বিশ্বজিৎ ভক্তা তীর চাই বোর্ডে নিক্ষেপ করার জন্য। খেলা পরিচালনা কমিটি তীর দিতে দেরি করলে বিশ্বজিৎ ভক্তা সাথে সাথে তীর বোর্ড বেংগে দেয়। এতে কাজল রায় ক্ষুপ্ত হয়ে বিশ্বজিতের সাথে গন্ডগোল করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category