চা শ্রমিক ডট কমঃ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস লাখো শহিদের আত্বার শান্তি কামনায় প্রতি বছরের ন্যায় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জালী নিবেদন করেন আজ সকালে লোভাছড়া চা বাগানে শহিদ মিনারে ফুল দিতে ভিড় জমিয়েছে লোভা ছড়া চা বাগানের স্বত্তাধীকারী বীর মুক্তীযোদ্বা জেমস লিও নানকা, ২নং ইউ পি চেয়াম্যান বাগান স্টাপ ,শিক্ষক শিক্ষিকা ছাএ ছাত্রী ও চা শ্রমিক বৃন্দ ১৯৭১ সালে নিহত বীর মুক্তিযোদ্বাদের আত্তার শান্তি কামনা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জজলী জানান দেশের সব পেশার মানুষ মহান সাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেন ৷চা বাগানে অনেক লোক জন এই যুদ্ধে শহিদ হয়েছে ৷তাদের প্রতি আমাদের ভালবাসা আজীবন থাকবে ৷এই ভাবে যেন প্রতি বছর অামরা সকলেই শহিদের স্মরনে ফুল নিবেদন করতে পারি ৷
Leave a Reply