চা শ্রমিক ডটকম: প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক।
সিঙ্গাপুরে চিকিৎসারত প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেন, এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, মেজর জেনারেল জয়নাল আবেদীনের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় দীর্ঘদিনের। তিনি অত্যন্ত সৎ, বিনয়ী ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply