মাধবকুণ্ডে পূর্ব বিরুধের জেরে প্রতিপক্ষের লোকজন মিম ঝিনুক কসমেটিক্স ষ্টোরে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। এসময় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী কবির হোসনসহ ৩ ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ব্যবসায়ী কবির হোসেন ৫ জনের নাম উল্লেখ ও আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছেন। পুলিশ মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করেছে। এদিকে মামলার ৩ আসামী আদালত থেকে জামিন নিয়ে বুধবার দুপুরে বাদীকে হুমকি-ধমকি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
মামলা ও অভিযোগ সুত্রে জানা গেছে, মাধবকুণ্ড বাজারের মিম ঝিনুক কসমেটিক্স ষ্টোরের মালিক কবির হোসেনের সাথে পূর্ব বিরুধের জেরে গত ১২ ডিসেম্বর বিকেলে গৌড়নগর গ্রামের সুমন আহমদ, ইমন আহমদ, স্বপন মিয়া, এলাইছ আলী, কয়েছ আহমদের নেতৃত্বে অজ্ঞাত ৪-৫ ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর করে। তাদের অতর্কিত হামলায় ব্যবসায়ী কবির হোসেন, রায়হান হোসেন ও রুবেল আহমদ আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার দুই দিন পর কিছুটা সুস্থ হয়ে ব্যবসায়ী কবির হোসেন হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলার বাদী ব্যবসায়ী কবির হোসেন অভিযোগ করেন মঙ্গলবার আদালত থেকে এজাহার নামীয় ৫ আসামীর মধ্যে ৩ আসামী স্বপন মিয়া, এলাইছ আলী ও কয়েছ আহমদ জামিনে বেরিয়ে তাদেরেকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। গত বুধবার দুপুরে পুনরায় তারা সন্ত্রাসী হামলার চেষ্টা চালালে উপস্থিত লোকজন তাদেরকে প্রতিরোধ করেন।
Leave a Reply