আমরা অত্যান্ত দুঃখের সহিত জানাচ্ছি সেচ্ছাসেবী সেবামূলক প্রচারনা সংগঠন” চা শ্রমিক ডটকমের” কার্যনির্বাহী পরিষদের সাধারন-সম্পাদক(আজীবন সদস্য) বিক্রম রায় এর বাবা কৈশব রায় (৭৫) আজ ২০ই ডিসেম্বর ২০১৯খ্রিঃ দুপুর ১২:৩০ ঘঠিকার সময় চিকিৎসারত অবস্থায় রাকীব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইহলোক থেকে পর লোক গমন করেন।
ওনি দীর্ঘ দিন ধরে প্যারালাইসিস ও হার্ডের অসুস্থতাজনিত রোগে ভূগছিলেন
তিনি লাক্কাতুরা চা বাগানে সুস্থ অবস্থায় সরদার দায়িত্ব ছিলেন।
তিনি ৩ছেলে ১মেয়ে স্ত্রী রেখে গেছেন আজ সন্ধ্যা ৬ঘঠিকার সময় সিলেট লাক্কাতুরা ক্রিকেট ষ্টোডিয়াম সংলগ্ন শ্মশানে সমাধীস্থ করা হয়। উনার মৃত্যুতে “চা শ্রমিক ডটকম “পরিবারের পক্ষ হতে শোকসম্পৃক্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি।
Leave a Reply