চা শ্রমিক ডটকমঃচুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির নালুয়া চা বাগানে অাজ ২০ শে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৫ টায় অসহায় বয়স্ক চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র( কম্বল) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার – মোহাম্মদ উল্যাহ পিপিএম (বার), চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, ২ নং অাহম্মাদাবাদ ইউ.পি চেয়ারম্যান – অাবেদ হাসনাত সন্জু চৌধুরী, নালুয়া চা-বাগানের ব্যাবস্থাপক – জহিরুল ইসলাম, সমাজ সেবক – জাকির হোসেন পলাশ, সাংবাদিক অাব্দুর রাজ্জ্বাক রাজু, লিটন মুন্ডা, ৮ নং ও ৯নং ওয়ার্ড মেম্বার – মাখন গোস্বামী ও নটবর রুদ্র পাল, বাগান সভাপতি – উপেন্দ্র উরাং সহ পুলিশ সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ এবং চা শ্রমিকবৃন্দ।
এসপি মোহাম্মদ উল্ল্যা চা-শ্রমিকদের উদ্দেশ্যে বলেন – মাদকসেবীরা কখনো পুলিশে চাকরি পাবে না, তাই মাদকদ্রব্য থেকে নিজে এবং নিজের সন্তান অার নাতি নাতনী অার পরিবার কে দূরে রাখতে হবে। তিনি আরো বলেন, কষ্ট করে হলেও আপনাদের সন্তানদের পড়ালেখা করাবেন। যেকোন সমস্যা হলে রীতিমতো বসে যুক্তি তর্ক ও সামর্থ অনুুুযায়ী সমাধানে অাসবেন এতে চা শিল্প ঠিকে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ও উপর্জন করে খেতে পারবে।,,