চা শ্রমিক ডটকমঃ মাজদিহি চা বাগানে গতকাল ২১শে ডিসেম্বর সকাল প্রায় ৬ টার দিকে জমির উদ্দীন (৪৬) বাগানের ৯ নং লেনের বাসিন্দা ১৪ নং শেকসনে কর্মরত অবস্তায় গাছ থেকে পড়ে দুর্ঘটনার গুরতর আহত হলে সাথে সাথে কয়েকজন সহ-কর্মি তাকে অজ্ঞান অবস্তায় বাগানের হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে ক্যামেলিয়া হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে রেফার করে মৌলভীবাজার সদর হাসপাতালে আবার সেখান থেকে রেফার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে রুগি এখন পর্যন্ত অবচেতন রয়েছে তার সম্পূর্ণ যাবতীয় খরচ মাজদিহি বাগানের ব্যবস্থাপক বহন করতেছেন বাগানের কম্পাউন্ডার আমিরুর ইসলাম রুগিকে দেখার জন্য ওসমানী মেডিকেলে এসেছিলেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত আজ সকাল ৯ টায় কর্তব্যরত পরিদর্শক চিকিৎসক” চা শ্রমিক ডটকমের “প্রতিনিধিকে যানান মাথায় আঘাত পাওয়ার জন্য এখনও জ্ঞানন ফেরলেও কিছুটা অবনতি হতে উন্নিত হয়েছে।
পারিবারিক সদস্যরা সকলের দোয়া ও আশির্বাদ চেয়েছেন রুগি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে।