চা শ্রমিক ডটকমঃ জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত শেষ্ঠ যুব সংগঠন “ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন” এর ন্যাশনাল ইয়ুথ কংগ্রেসে কৃষি ও পর্যটন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট জেলার কৃতি সন্তান আব্দুল বাতিন।
গত ৯ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন এ ধ্রুবতারার আয়োজিত ন্যাশনাল ইয়ুথ কংগ্রেসে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় কমিটির সভাপতি হন সাবেক সচিব নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হয় অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক ।
পরবর্তীতে ১৩ তারিখ শুক্রবার তিন বৎসর মেয়াদি ৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়। এই কমিটিতে সিলেটের তরুণ সংগঠক ও সামাজিক -সাংস্কৃতিক কর্মী আব্দুল বাতিনকে কৃষি ও পর্যটন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত কমিটির কেন্দ্রীয় পরিষদের কৃষি ও পর্যটন বিষয়ক সম্পাদক আব্দুল বাতিন সাথে কথা বললে তিনি জানান, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনর সকল সাথে সম্পৃক্ত সকল যুক সংগঠকদের ভালোবাসা ও সহযোগিতায় কেন্দ্রীয় পরিষদে নির্বাচিত হয়েছি। যারা আমার পথ চলায় প্রেরণাই জুগিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সেই সাথে আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন বলে তিনি জানান।
Leave a Reply