৩ মাদক ব্যবসায়ীকে আটক।

বিষ্ণু দাস,সিলেট ভ্যালী প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬২৪ Time View

চা শ্রমিক ডটকমঃসিলেট নগরীর কাষ্টঘর ও কোর্ট পয়েন্ট এলাকা থেকে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

সোমবার পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। দুটি অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

র‌্যাব জানায়, সোমবার রাত সাড়ে ৮টার কোর্ট পয়েন্টস্থ সুরমা মার্কেটের সামনে থেকে ৩০০ পিস ইয়াবা সহ বি-বাড়িয়া জেলার আখাউড়া থানার গঙ্গাসাগর গ্রামের মানিক মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৫) এবং সিলেট এয়ারপোর্ট থানার কালা শাহের মাজার এলাকার মৃত সাজিদ মিয়ার ছেলে জীবন মিয়া (২৬) কে আটক করা হয়।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে কাষ্টঘরের মূল ফটকের বিপরীত পাশে কবিরাজ কানুপাল দোকানের সামনে থেকে ৫৯০ পিস ইয়াবাসহ শাহপরাণ থানাধীন সৈয়দপুর এলাকার মৃত শহীদ আহমেদের ছেলে আমিন আহমেদ (৩০) কে আটক করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ আসামীদেরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category