1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

গিলানী চা বাগানের চিকিৎসক আর নেই।

বাবলু তন্তবায় লস্করপুর ভ্যালী প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ১৩৯৭ Time View

চা শ্রমিক ডটকমঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি চা বাগানের ফাড়ী গিলানী চা বাগানের শ্রমিক মৃতঃ ফাগু চৌহানের পুত্র চিকিৎসক ডঃ শ্রী সুদর্শন চৌহান (৬০) আর নেই। ভোর ৪ঘটিকার সময় তার হঠাৎ করে বুকে সমস্যা করে। তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালেনিয়ে যাওয়ার পথে তার পরিবারে স্ত্রী সন্তান সন্ততিদের ছেড়ে ইহলোক হয়তে পরলোক গমন করেন। তার চিকিৎসা সেবায় ২০/২৫ বছর যাবৎ রোগিদের সেবা যত্ন করে আসছে। তিনি এলএমএ (ঢাকা) রিপ্রেসার ট্রেনিং প্রাপ্ত ছিলেন । গিলানী চা বাগানের চা শ্রমিক রোগিদের সেবা যত্ন নিলেও গ্রাম শহরের রোগিদের সেবা করতেন। গিলানী চা বাগানের হেড টিলা ক্লার্ক মো: শামিম আহমেদ চৌধুরী বলেন, তিনি তার পারিশ্রমিক দিক দিয়ে দেউন্দি চা বাগান সহ গিলানী চা বাগানের শতশত চা শ্রমিকদের মাঝে বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য ব্যাস্ত থাকতেন। তার প্রতি সতাতা অত্র বাগানের কেউ নেই। এছাড়াও গিলানী চা বাগানের বাগান সভাপতি অমল ভৌমিক বলেন, তিনি ছিলেন অত্র বাগানের অভিজ্ঞ চিকিৎসক। তার সেবা যত্নই সহস্র শ্রমিক চা বাগান কাজ করতে পারেন। গিলানী চা বাগানের কোম্পান্ডার হিসবে বিবেচিত ডাঃ প্রদিব বুনার্জী এবং সেবিকা হিসেবে বিবেচিত ডাঃ অলকা রানী রায় বলেন, সুদর্শনের দর্শনে তৃণ্যমূলে আমরা তার সাথে সহযোগীতায় উৎকৃর্ণ ছিলাম । তার সাহায্যে সাহায্যকৃর্ত করে থাকি। এদিকে সাংবাদিক বাবলু তন্তবায় দীপুর পিতা দীনেশ তন্তবায় বলেন, সহস্র শ্রমিকদের সেবায় তিনি নিয়োজিত ছিলেন। দিবারাত্রি চব্বিশ ঘন্টা তার কাছে গেলে তাকে পাওয়া যেত। তিনি শ্রমিকদের জন্য অনেক কষ্ট করতেন। চা শ্রমিকদের মাঝে অমি সাওতাঁল, জননী রায়, অঞ্জলী বাড়াইক, শিবানী চৌহান, বিমলা মুড়া এবং জীড়ামনি মুড়া সহ আরো অনেকেই বলেন, তার সেবাই আমরা যত্নকৃর্ত হয়েছি। আমরা অসুস্থ হলে আমাদের জন্য রাত জাগতেন। তার এই শোকাহত্বে অনেক অনেক শ্রমিক মা বোনেরা নয়ন জলে শোকসাগরে ভাসিয়ে দিয়েছেন।তার শ্বসানে সমাধিত্ব হয়েছে দুপুর ২ঘটিকার সময়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি