চা শ্রমিক ডটকমঃ সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের নতুন অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. সালেহ আহমদ। উপাধ্যক্ষ হয়েছেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক পান্না রানী রায়।
বুধবার (২৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নাম ঘোষনা করা হয়।
৩১ ডিসেম্বর নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ দায়িত্ব নেবেন বলে এমসি কলেজের সংশ্লিষ্ট দায়িত্বরতরা জানিয়েছেন। বর্তমানে এমসি কলেজের অধ্যক্ষের দায়িত্বে আছেন অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। তিনি ২০১৪ সালে এমসি কলেজে এই পদে যোগদান করেন।
এ ব্যাপারে এমসি কলেজের অধ্যাপক মো. সালেহ আহমদ প্রতিনিধিকে বলেন, আমি প্রায় ২ বছর এই কলেজের উপাধ্যক্ষ পদে আছি। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জারি করে আমাকে অধ্যক্ষ পদ দেওয়া হয়েছে। বর্তমান অধ্যক্ষের দায়িত্ব ৩০ ডিসেম্বর পর্যন্ত আছে। আমি ৩১ ডিসেম্বরে আনুষ্ঠানিক ভাবে অধ্যক্ষের দায়িত্ব নিব। পাশাপাশি উপাধ্যক্ষ পদে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক পান্না রানী রায়ও দায়িত্ব গ্রহণ করবেন।
Leave a Reply