চা শ্রমিক ডটকমঃ শ্রীমঙ্গল ক্যাথলিক চার্চে আজ ২৫ শে ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে “বড়দিন” উৎসব বিভিন্ন গ্রাম থেকে আগত ৩০০০-৪০০০ জন খ্রীষ্ট ভক্তগণ সমাগম হয়। উক্ত উৎসবে প্রধান পুরোহিত্য পালন করেন সিলেট ধর্মপ্রদেশের বিশপ বিজয় এন ডি’ ক্রুশ ওএমআই, সহকারি হিসেবে আছেন ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি (পালপুরোহিত) শ্রীমঙ্গল চার্চ,ফাদার গাব্রিয়েল কোড়াইয়া, ফাঃদিগন্ত চাম্বুগং,ফাঃশংকর রোজারিও, ফাঃপ্লাসিড রোজারিও,ফাঃহেমলেট বটলেরু,ফাঃঅপু রোজারিও,ম্যারিস্ট ব্রাদার,সিস্টার,খ্রীষ্টভক্তগণ, বিভিন্ন মানবাধিকার সংস্থা ,সাংবাদিক সহ প্রশাসন সকল শ্রেনীর জনসাধারন উপস্থিত ছিলেন।
Leave a Reply