1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

হাজারীখিল – বারৈয়ারঢালা সড়ক, ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযোগের দাবী।

শিকু উরাং,চট্রগ্রাম প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ১১৬৯ Time View

চা শ্রমিক ডটকমঃ ঢাকা -চট্টগ্রাম সড়কের সাথে হাজারীখিল-হাইদচকিয়া সড়কের হাজারীখিল থেকে বারৈয়ারঢালা সড়কের অংশ সংযোগের দাবিতে মিছিল করেন বুধবার ২৫ ডিসেম্বর। হারুয়ালছড়ি এলাকার সাধারন জনগন,এ সময় উক্ত সড়ক পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব-জনাব চন্দন কুমার দে। এতে আরো উপস্থিত ছিলেন-ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার-জনাব মোঃ সায়েদুল আরেফিন,ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট ছালামতউল্লাহ চৌধুরী (শাহীন)৫ নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন চৌধুরী-সাধারন জনগনের পক্ষে বক্তব্যে বলেন-এই সড়ক ফটিকছড়ি তথা হারুয়ালছড়ি বাসীর প্রানের দাবী, এই সড়কটি চালু হলে ফটিকছড়ি এবং সীতাকুন্ড দুটি উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে,অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্নিত হবে, এই সড়ক চট্টগ্রাম শহর যাওয়ার জন্য বিকল্প সড়ক হিসেবেও ব্যবহৃত হবে,শুধু ফটিকছড়ি বাসীর না পুরো চট্টগ্রাম বাসীর জন্য ঢাকা যাওয়ার একটি উল্লেখযোগ্য সড়ক এটি,তাই দেশের এবং অর্থনৈতিক স্বার্থে এই রাস্তা চেয়ে জোর দাবী জানিয়েছেন জনসাধারণ।আরো উপস্থিত ছিলেন-টি.কে গ্রুপের, চা বিভাগের আবাসিক পরিচালক বাবু বাবুল বিশ্বাস,হারুয়ালছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব মোঃ নুরুল ইমান,হারুয়ালছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি-জনাব মোঃ করিম মঈনু,হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ডের সদস্য-সঞ্জয় ত্রিপুরা(হারু),৭ নং ওয়ার্ডের সদস্য- মোঃ আবু জাফর,
ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হোসেন রাকিব,বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-শওকত হোসেন রিটন,হারুয়ালছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-রিয়াজ মোঃ নুরুল রাব্বি,এবং অত্রএলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ,ও জন সাধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি