চা শ্রমিক ডটকমঃ সিলেট নগরীর সোবহানীঘাটে পিকআপ ও মিনি ট্রাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। পুলিশের বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ এনে তারা একঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা।
এদিকে, অবরোধের খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তাদের উপর চড়াও হন পিকআপ চালকরা। সড়ক অবরোধের কারণে সোবহানীঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সোবহানীঘাটে একটি পিকআপকে থামার জন্য সিগন্যাল দেয় কর্তব্যরত পুলিশ। এসময় সিগন্যাল অমান্য করে পিকআপটি সামনে যেতে চাইলে পুলিশ আটক করে। এসময় চালকের সাথে পুলিশের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চালক নাসির উদ্দিনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
পিকআপ চালকদের অভিযোগ, পুলিশ সদস্যরা পিকআপ চালক নাসির উদ্দিনকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। তাকে বাঁচাতে কয়েকজন চালক এগিয়ে গেলে সবুর আলী, ময়ুর হোসেন ও শরীফ উদ্দিনকেও মারধর করা হয়। চালকদের মারধর ও আটকের ঘটনায় তারা সড়ক অবরোধ করেছিলেন বলে জানান।
সড়ক অবরোধের খবর পেয়ে সোবহানীঘাটে যান সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ। এসময় পিকআপ চালকরা তার উপর চড়াও হন। তার সাথে দুর্ব্যবহার করেন চালকরা। পরে চালককে ছেড়ে দেওয়া হলে বিকেল সোয়া ৪টার দিকে অবরোধ তুলে নেন পিকআপ চালকরা।
Leave a Reply