সাপ্তাহিক বেতন কম হওয়াতে অফিসেই শ্রমিকের অসোন্তোষ প্রকাশ।

জতিন সিং,সিলেট ভ্যালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪০ Time View

চা শ্রমিক ডটকমঃ আজ২৬ শে ডিসেম্বর সিলেট ভ্যালীর অন্তরগত গুলনি চা বাগানে বৃহস্পতিবার সপ্তাহের কাজ শেষে চা বাগানে প্রথানুযায়ী হাজিরা/ বেতন দেবার কথা কিন্তু সেই বেতন নিতে গিয়ে চা শ্রমিকরা অবাক যেখানে পুরো সাপ্তাহ ১হাজিরা করে মোট ৭০০ টাকার উপরে পাবার কতা সেখানে ৩০০-৪০০টাকাকরে শ্রমিকদের দেওয়া হয়
এবিষয়ে বাগানের ষ্টাফ / ব্যাবস্থাপকের কারন জানতে চাইলে জানান চা গাছ কলম কম কাটায় হাজিরা কম হয়েছে।

এক মহিলা বলেন তাদেরকে নাকি ২০০+চারা কলম করতে বলা হয়, তারা যদি ২০০চারা কলম করতে না পারেন তবে হাজিরা কম হবে। শ্রমিকেরা জানান প্রচন্ড কুয়াশা ও শীতের কারনে নির্ধারন কৃত চা গাছ
সম্ভব নয়।
এবিষয়ে শ্রমিকের সহিত ষ্টাফদের সাথে অফিসে অনেক কথা কাটা কাটি হয় অনেকে আবার কাজ বন্ধ করার কথাও বলেনন।
পরে বাগান ব্যাবস্থাপকশাহবুল্লাহ সরকার বলেন আগামীকাল সকালে মাষ্টারিং এবিষয়ে একটা ব্যবস্তা নিবেন যাতে শ্রমিকেরা সবাই হাজিরা পুরন করতে পারে আস্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category