চা শ্রমিক ডটকমঃ আজ২৬ শে ডিসেম্বর সিলেট ভ্যালীর অন্তরগত গুলনি চা বাগানে বৃহস্পতিবার সপ্তাহের কাজ শেষে চা বাগানে প্রথানুযায়ী হাজিরা/ বেতন দেবার কথা কিন্তু সেই বেতন নিতে গিয়ে চা শ্রমিকরা অবাক যেখানে পুরো সাপ্তাহ ১হাজিরা করে মোট ৭০০ টাকার উপরে পাবার কতা সেখানে ৩০০-৪০০টাকাকরে শ্রমিকদের দেওয়া হয়
এবিষয়ে বাগানের ষ্টাফ / ব্যাবস্থাপকের কারন জানতে চাইলে জানান চা গাছ কলম কম কাটায় হাজিরা কম হয়েছে।
এক মহিলা বলেন তাদেরকে নাকি ২০০+চারা কলম করতে বলা হয়, তারা যদি ২০০চারা কলম করতে না পারেন তবে হাজিরা কম হবে। শ্রমিকেরা জানান প্রচন্ড কুয়াশা ও শীতের কারনে নির্ধারন কৃত চা গাছ
সম্ভব নয়।
এবিষয়ে শ্রমিকের সহিত ষ্টাফদের সাথে অফিসে অনেক কথা কাটা কাটি হয় অনেকে আবার কাজ বন্ধ করার কথাও বলেনন।
পরে বাগান ব্যাবস্থাপকশাহবুল্লাহ সরকার বলেন আগামীকাল সকালে মাষ্টারিং এবিষয়ে একটা ব্যবস্তা নিবেন যাতে শ্রমিকেরা সবাই হাজিরা পুরন করতে পারে আস্বাস দেন।
Leave a Reply