চা শ্রমিক ডটকমঃ বড়লেখার কলাজুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সন্তানদের শ্রেণী কক্ষে উপস্থিতি ও মেধা বিকাশে বিশেষ অবদানের জন্য ৩ জন মাকে স্কুলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত মা সমাবেশে এসব সেরা মা এবং সেরা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিঞা।
এসএমসি’র সভাপতি ও ইউপি মেম্বার দেলোয়ার হোসেন দুলালের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. ছয়ফুল হকের সঞ্চালনায় এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মরিয়ম জামিলা, দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিৎ সিংহ, প্রবাসী কুসাম আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাব উদ্দিন, সমাজকর্মী হেলাল উদ্দিন, আমিরুল ইসলাম, রুমেল হোসেন। আলোচনা সভা শেষে ২০১৯ সালে শ্রেণী কক্ষে শিশুদের উপস্থিতি ও মেধা বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ ৩ জন সেরা মা ফাতেমা বেগম, সালেহা বেগম ও শামীমা বেগম এবং বছরে বিদ্যালয়ে সর্বোচ্চ উপস্থিতির জন্য ৭ জন শিক্ষার্থীকে স্কুলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
Leave a Reply